অধিনায়ক হিসেবে নিজেকে ‘শূন্য’ দেবেন মাশরাফি
দলের জয়ের জন্য তখন প্রয়োজন এক ওভারে ১৩ রান। ড্রেসিং রুমে চিন্তিত মাশরাফি বিন মুর্তজা পায়চারি করছেন। টিভির পর্দায় তাঁর চিন্তিত চেহারাটা বারবার ফুটে উঠছে। বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস শেষ পর্যন্ত শিরোপার উল্লাস করেছে। তাই টানা তিনটি বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পেলেন মাশরাফি। জাতীয় দলের পর ঘরোয়া আসরেও এই অসাধারণ সাফল্য পেলেও অধিনায়ক হিসেবে নিজেকে শূন্য দেবেন মাশরাফি!
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আসলে দলের সবাই পারফর্ম করছে বলেই হয়তো আমি অধিনায়ক হিসেবে প্রশংসা পাচ্ছি। তবে অধিনায়ক হিসেবে নিজেকে দশে শূন্য দেব আমি। কারণ এর চেয়ে বেশি প্রাপ্য নই।’
ড্রেসিংরুমে চিন্তিত থাকা সম্পর্কে তিনি বলেন, ‘আমার সব সময়ই মনে হয়, আমি ড্রেসিংরুমে থাকলেই হয়তো দল জয় পাবে। তাই আমি ড্রেসিংরুমেই থেকেছি। তা ছাড়া এমন চরম অবস্থায় চিন্তিত থাকাটাই স্বাভাবিক।’
ফাইনালে জেতার পর একেবারেই খ্যাপাটে উল্লাসে মেতে উঠেছেন তিনি। কেন এমন উল্লাস, এমন প্রশ্নের জবাবে কুমিল্লার অধিনায়ক বলেন, ‘আমি সব সময়ই খ্যাপাটে। তাই আমার উল্লাসটাও খ্যাপাটে হবে। অবশ্য অলক কাপালির জন্যই এই উল্লাসটা করেছি। কারণ সে দলকে দারুণ একটি সাফল্য এনে দিয়েছে।’