ক্রিকেটের জন্য বাবার পিটুনি খেয়েছি : রুবেল
অ্যাডিলেড ওভালের মাঠে গতকাল সোমবার ৯ মার্চ হঠাৎ জ্বলে উঠেছিল আগুন। বল হাতে মাঠে রীতিমতো খুশির আগুন ছড়িয়ে দিয়েছিলেন ডানহাতি পেসার রুবেল হোসেন। ঘটনাটি সবারই জানা। চারটি উইকেট নিয়ে সবাইকে খুশি করেছেন রুবেল। আপনি জানেন কি, রুবেলের প্রিয় তারকা ক্রিকেটার কে? রুবেলের প্রিয় ক্রিকেটার বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কাল ম্যাচ জেতার পর রুবেলের প্রিয় ক্রিকেটার মাশরাফি বলেন, ‘রুবেল ইজ ভেরি হ্যাপি নাউ।’ শুধু খেলার মাঠে নয়, বাস্তবেও রুবেলকে অনেক উপদেশ দেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি বিন মুর্তজা এবং অন্য আরো বিষয় নিয়ে গত বছর ডিসেম্বরের শেষ দিকে রুবেল হোসেন কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : মাশরাফি বিন মুর্তজা কেন আপনার প্রিয় ক্রিকেটার?
উত্তর : মাশরাফি ভাইয়ের খেলা অনেক ভালো লাগে আমার। এ ছাড়া মাশরাফি ভাই আমাকে সব সময় অনুপ্রাণিত করেন।
প্রশ্ন : ছোটবেলায় কী হতে চেয়েছিলেন?
উত্তর : আমি কিন্তু ক্রিকেটারই হতে চেয়েছিলাম।
প্রশ্ন : বাহ, ক্রিকেটার হওয়ার জন্য পরিবারের কি সমর্থন পেয়েছিলেন?
উত্তর : সবাই সমর্থন করেছে। মা বেশি সমর্থন করেছেন।
প্রশ্ন : আর বাবা?
উত্তর : ছোটবেলায় ক্রিকেট খেলার জন্য বাবার হাতে অনেক পিটুনি খেয়েছি। আব্বা সব সময় বলতেন, ‘পড়াশোনা ভালো করে কর।’ আমার বাড়ি বাগেরহাটের মানুষজন আমাকে বলত, ‘রুবেল ক্রিকেটপাগল।’
প্রশ্ন : ক্রিকেট পাগলামির কোনো ঘটনা মনে আছে কি?
উত্তর : অনেক মনে আছে। সব কিন্তু বলা যাবে না।
প্রশ্ন : অল্প কিছু বলুন...
উত্তর : মাঠে বন্ধুদের নিয়ে প্রায়ই খেলতাম। তবে আমার ক্রিকেট খেলার ঝোঁক বেশি হতো যখন বৃষ্টি নামত। বৃষ্টি নামলে আমি কিন্তু মাঠে খেলতাম না।
প্রশ্ন : কোথায় খেলতেন?
উত্তর : রাস্তার ওপরে।
প্রশ্ন : রাস্তায় খেলতেন! দুর্ঘটনা হতে পারত তো?
উত্তর : পড়িনি আবার! একবার আমার পায়ের ওপর দিয়ে রিকশার চাকা চলে গিয়েছিল। পা কেটে গিয়েছিল। এর পর বাসায় ফিরে আব্বার মার খেয়েছি।
প্রশ্ন : কখনো কি ভেবেছেন, বাংলাদেশে জাতীয় দলে খেলবেন?
উত্তর : স্বপ্নেও ভাবিনি।
প্রশ্ন : আপনার শখ কী?
উত্তর : আমি প্রচুর গান শুনি। এটাই আমার শখ বলতে পারেন।
প্রশ্ন : কার গান বেশি ভালো লাগে?
উত্তর : আইয়ুব বাচ্চু ও জেমস।
প্রশ্ন : আপনার কী করতে বেশি ভালো লাগে?
উত্তর : বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আর বাইকে করে বাগেরহাটে ঘুরতে। আমার প্রিয় ঘোরার জায়গা হলো বাগেরহাট।
প্রশ্ন : আপনি ফ্যাশনেবল নন। তবু জানতে চাইছি, বাসায় এবং বাইরে কী ধরনের পোশাক পরতে পছন্দ করেন?
উত্তর : বাসায় টি-শার্ট, ট্রাউজার পরি। মাঝেমধ্যে ঘড়ি পরি। বাইরে জিন্স, শার্ট আর কোনো অনুষ্ঠানে গেলে চশমা পরি।
প্রশ্ন : প্রিয় খাবার?
উত্তর : ভাত, মাছ, খিচুড়ি।
প্রশ্ন : চা না কফি?
উত্তর : অবশ্যই চা।
প্রশ্ন : আপনারা ভাইবোন কয়জন?
উত্তর : আমার তিন ভাই ও দুই বোন। আমি সবার ছোট। পরিবার নিয়ে আমি অনেক খুশি।