জিদানের রিয়াল মাদ্রিদের জয়জয়কার
আগের ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয়। পরের ম্যাচেই স্পোর্তিং গিহন ৫-১ গোলে বিধ্বস্ত। জিনেদিন জিদান কোচ হওয়ার পর রিয়াল মাদ্রিদের রীতিমতো জয়জয়কার। স্প্যানিশ লা লিগায় রিয়ালকে আরেকটি বড় জয় এনে দেওয়ার পথে দুটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা, অন্য গোলটি গ্যারেথ বেলের।
জিতেছে রিয়ালের ‘প্রতিবেশী’ আতলেতিকো মাদ্রিদও। লাস পালমাসের মাঠে ৩-০ গোলের সহজ জয়ে আতলেতিকো আপাতত স্প্যানিশ লা লিগার শীর্ষে।
বড় ব্যবধানে জিতলেও শিরোপা-লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বী আতলেতিকো আর বার্সেলোনাও জয় পাওয়ায় লিগের তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। ২০ ম্যাচ থেকে জিদানের শিষ্যদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। সমান ম্যাচ খেলা আতলেতিকোর পয়েন্ট ৪৭। লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে অ্যাথলেতিক বিলবাওকে ৬-০ গোলে হারিয়ে দেওয়া বার্সা ১৯ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট সংগ্রহ করেছে।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১৮ মিনিটের মধ্যেই চার গোল করে ম্যাচ থেকে সমস্ত অনিশ্চয়তা দূর করে দিয়েছে রিয়াল। সপ্তম মিনিটে টনি ক্রুজের কর্নার থেকে বেলের হেডে স্পেনের সফলতম দলের গোল-উৎসবের সূচনা। দুই মিনিট পর বেনজেমার থ্রু ধরে জোরালো শটে লক্ষ্য ভেদ করেছেন রোনালদো।
দ্বাদশ মিনিটের গোলটা ছিল দর্শনীয়। বেলের ক্রস থেকে চোখধাঁধানো অ্যাক্রোবেটিক ভলিতে ব্যবধান ৩-০ করেছেন বেনজেমা। ১৮ মিনিটে দানি কারভাহালের ক্রস জালে পাঠিয়ে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলের আনন্দে মেতে উঠেছেন রোনালদো। এরপর ‘দীর্ঘ’ ২৩ মিনিটের বিরতি! ৪১ মিনিটে ইসকোর সৌজন্যে গড়ে ওঠা দুর্দান্ত আক্রমণকে পূর্ণতা দিয়েছেন বেনজেমা। এ মৌসুমে ১৯তম ম্যাচ খেলতে নামা ফরাসি স্ট্রাইকারের এটা ২০তম গোল। ৬২ মিনিটে গিহনের সান্ত্বনাসূচক গোলদাতা ইসমা লোপেজ।
গত নভেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই ঘরের মাঠে রিয়ালের দুর্দান্ত পারফরম্যান্স। বার্নাব্যুতে সর্বশেষ ছয় ম্যাচে ৩৫ গোল করেছে লা লিগার রেকর্ড ৩২-বারের চ্যাম্পিয়নরা। বিশেষ করে রোববার রাতের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক জিদান, ‘প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছি। পূর্ণ মনোযোগ দিয়ে শুরু থেকেই খেলে ম্যাচে প্রাধান্য বিস্তার করেছি আমরা। আমাদের প্রস্তুতিও ভালো ছিল। এই ম্যাচ নিয়ে আমরা খুশি।’
তবে এই খুশির মাঝে কিছুটা হলেও দুশ্চিন্তা বয়ে এনেছে বেলের চোট। মৌসুমের শুরুতে পায়ের পেশির চোটের কারণে প্রায় মাসখানেক মাঠের বাইরে থাকতে হয়েছিল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে। রোববারও সেই একই পায়ে ব্যথা অনুভব করায় দ্বিতীয়ার্ধে মাঠে নামেননি এ মৌসুমে আট ম্যাচে ১১ গোল করা বেল। তার ওপর হামেস রদ্রিগেজের সঙ্গে বেনজেমার ধাক্কা লেগেছে। জিদান অবশ্য বেলের চোটকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, ‘করিমের (বেনজেমা) সামান্য ধাক্কা লেগেছে, যা তেমন গুরুতর নয়। গ্যারেথের (বেল) চোট বরং বেশি জটিল। আবারও তার বাঁ পায়ের মাংসপেশিতে টান পড়েছে। এটা সমস্যা সৃষ্টি করতে পারে। তার পায়ে স্ক্যান করাতে হবে। আশা করি ব্যাপারটা গুরুতর নয়।’