‘অধিনায়ক’ মেসির হ্যাটট্রিক, রিয়ালে জিদানের দারুণ সূচনা
লিওনেল মেসির হ্যাটট্রিক নতুন কিছু নয়। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় নিজের ২৫তম হ্যাটট্রিক করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। তবে নতুনত্ব হলো গ্রেনাদার বিপক্ষে মেসি খেলেছেন অধিনায়কের আর্মব্যান্ড পরে। ঘরের মাঠে আরেকটি মেসিময় রাতে বার্সা ভেসে গেছে ৪-০ গোলের জয়ের আনন্দে। স্প্যানিশ চ্যাম্পিয়নদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ অবশ্য আরো বড় জয় পেয়েছে। কোচ জিনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচ খেলতে নামা রিয়াল গ্যারেথ বেলের হ্যাটট্রিক আর করিম বেনজেমার জোড়া গোলে ৫-০তে উড়িয়ে দিয়েছে দেপোর্তিভো লা করুনাকে।
গত সপ্তাহে রাফায়েল বেনিতেজ বরখাস্ত হওয়ার পর রিয়ালের কোচের দায়িত্ব পাওয়া জিদান অনুশীলনের প্রথম দিনে বিপুল হর্ষধ্বনি পেয়েছিলেন ভক্তদের। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ম্যাচেও রিয়াল সমর্থকদের কাছ থেকে একই রকম অভ্যর্থনা পেয়েছেন ফরাসি কিংবদন্তি।
১৫ মিনিটে বেনজেমার গোলে এগিয়ে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিয়ালকে। ২২, ৪৯ আর ৬৩ মিনিটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন বেল। এ মৌসুমের লা লিগায় এটা তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। ইনজুরি সময়ে বেনজেমার দ্বিতীয় গোল কোচ জিদানের অভিষেক রঙিন করে তুলেছে। জিদানকে এমন চমৎকার উপহার দিতে পেরে বেল দারুণ খুশি। খেলাশেষে টুইটারে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নতুন বছরে বার্নাব্যুতে দুর্দান্ত প্রত্যাবর্তন!’
গ্রেনাদার বিপক্ষে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাসহ নিয়মিত একাদশের কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। অধিনায়ক মেসি দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। ফিফা বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে ফেভারিট মেসির গোল তিনটি এসেছে ৮, ১৪ ও ৫৮ মিনিটের সময়। ৮৩ মিনিটে শেষ গোলটি করেছেন নেইমার।
এই জয়ে লা লিগার শীর্ষস্থানও ধরে রেখেছে বার্সা। ১৮ ম্যাচ থেকে গতবারের ট্রেবলজয়ীদের সংগ্রহ ৪২ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্ট সংগ্রহ করা রিয়ালের অবস্থান তৃতীয়। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।