গেইলের ১৭ বলের তাণ্ডব
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে আজ মাত্র ১২ বলে অর্ধশতক করেছেন ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ওপেনার ক্রিস গেইল। স্পর্শ করেছেন যুবরাজ সিংয়ের গড়া বিশ্ব রেকর্ডও।
মেলবোর্নের ইতিহাদ স্টেডিয়ামে যুবরাজের সেই অবিশ্বাস্য ইনিংসের স্মৃতি ফিরিয়ে এনেছেন গেইল। পঞ্চাশ পূর্ণ করা প্রথম ১২টি বল ছিল এ রকম— ২, ০, ৬, ৬, ৬, ৬, ২, ৬, ৬, ৪, ১ ও ৬। এর মধ্যে গ্রেগ ওয়েস্টের করা ইনিংসের প্রথম ওভারেই চারটি ছক্কা!
শেষ পর্যন্ত গেইল ফিরেছেন ৫৬ রান করে। মাত্র ১৭ বলের ঝড়ো ইনিংসটা সাজানো ছিল সাতটি বিশাল ছক্কা আর দুটি চারে।
এর মধ্যে গ্রেগ ওয়েস্টের করা ইনিংসের প্রথম ওভারেই চারটি ছক্কাসহ তুলে নিয়েছেন ২৭ রান। বেন লাফলিনের করা তৃতীয় ওভারে আবার তাণ্ডব। ওই ওভারে গেইলের দুটি করে চার ও ছক্কা ২৩ রান এনে দিয়েছে রেনেগেডসকে। তবে আরেকটি গেইল-ঝড়ও জয় এনে দিতে পারেনি মেলবোর্ন রেনেগেডসকে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭০ রান তাড়া করতে গিয়ে ২৭ রানে হেরে গেছে গেইলের দল।
অর্ধশতকের মতো টি-টোয়েন্টির দ্রুততম শতকও গেইলের অধিকারে। ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৩০ বলে তিন অঙ্ক স্পর্শ করে রেকর্ডটা গড়েছিলেন এই দীর্ঘদেহী ওপেনার।
দেখুন আজকের তাণ্ডবের ভিডিও-