জিম্বাবুয়ের রানপাহাড়ে বাংলাদেশ পিষ্ট
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুটি জয়ের পর সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ভালো নৈপুণ্য দেখিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা।
তৃতীয় ম্যাচে ৩১ রানের জয় দিয়ে টিকিয়ে রেখেছেন টি-টোয়েন্টি সিরিজ ড্র করার আশা। ১৮৮ রানের দুরূহ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৫৬ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। চার ম্যাচের সিরিজে এখনো ২-১ ব্যবধানে এগিয়ে আছে মাশরাফি বাহিনী।
১৮৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ইমরুল কায়েসের উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তামিম ইকবালের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলে জায়গা করে নেওয়ার সুযোগটা কাজে লাগাতে পারেননি এই বাঁ-হাতি ওপেনার। ফিরে গেছেন মাত্র এক রান করে। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের ঝড়ো জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা ভালোভাবে সামলে নিয়েছিলেন আরেক ওপেনার সৌম্য ও সাব্বির রহমান। অষ্টম উইকেটে সৌম্য ২৫ রান করে সাজঘরে ফিরলেও আরো কিছুক্ষণ লড়াই চালিয়ে গেছেন দারুণ ফর্মে থাকা সাব্বির। ১২তম ওভারে সাজঘরে ফেরার আগে খেলেছেন ৩২ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস। বাংলাদেশের অন্যতম দুই ব্যাটিং ভরসা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ফিরে গেছেন ৩ ও ৬ রান করে। শেষ পর্যায়ে অভিষিক্ত মুক্তার আলীর ১৯ ও নুরুল হাসানের ৩০ রানের ইনিংস দুটি হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ম্যালকম ওয়ালারের ৪৯, ভুসি সিবান্দার ৪৪ ও শেন উইলিয়ামসের ৩২ রানের সুবাদে ১৮৭ রান জমা করেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন রেকর্ড।
২২ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই ম্যাচ জিতলেই সিরিজ জয়ের স্বাদ পেয়ে যাবে বাংলাদেশ। অন্যদিকে আরেকটি জয় দিয়ে সিরিজে সমতা ফেরানোর জন্য মুখিয়ে থাকবে জিম্বাবুয়ে।