মাশরাফির সিদ্ধান্ত ম্যাচের আগে : ফারুক
একে তো গলায় ব্যথা, তার ওপরে ধীরগতির ওভার রেটের চোখরাঙানি। ইংল্যান্ডের মতো এই ম্যাচেও নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অধিনায়ককে নিয়ে তাই বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, মাশরাফিকে খেলানোর সিদ্ধান্ত নিতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা। সিদ্ধান্তটা নেওয়া হতে পারে ম্যাচ শুরু হওয়ার আগে।
বৃহস্পতিবার হ্যামিল্টনে ফারুক বলেন, ‘আমি বিশ্বাস করি আর আমার দলও বিশ্বাস করে দলের ভারসাম্য নষ্ট করা ঠিক হবে না। দলের ভালোর জন্যই এই মুহূর্তে কাউকে বিশ্রাম দেওয়া ঠিক হবে না। মাশরাফির গলায় ঠাণ্ডা লেগেছে। আরো ছোটখাটো কিছু সমস্যাও আছে। তবে এসব নিয়েই মাশরাফি সবসময় মাঠে নামে। মাশরাফি খেলবে কি না সেই সিদ্ধান্ত আমরা কালই (শুক্রবার) নেব।’
এমনিতে বাংলাদেশ দল এখন একদমই নির্ভার। বিশ্বকাপের মতো কঠিন প্রতিযোগিতায় এ ধরনের ‘অভিজ্ঞতা’ বাংলাদেশের এর আগে হয়নি জানিয়ে প্রধান নির্বাচকের মন্তব্য, ‘বিশ্বকাপে এই প্রথম আমরা এমন একটা ম্যাচ খেলতে যাচ্ছি যেখানে কোনো চাপ নেই। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর পরও বারমুডার বিপক্ষে অনেক চাপ নিয়ে খেলতে হয়েছিল আমাদের।’