রায়না-ধোনির ব্যাটে ভারতের ষষ্ঠ জয়
ব্রেন্ডন টেলরকে জয় উপহার দিয়ে বিদায় জানাতে সতীর্থরা ব্যর্থ। জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা টেলরের ১৩৮ রানের দুর্দান্ত ইনিংসের দারুণ জবাব দিয়ে ভারতকে টানা ষষ্ঠ জয় এনে দিয়েছেন সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি। রায়নার ১১০ ও ধোনির ৮৫ রানের দুটো অপরাজিত ইনিংসের সুবাদে জিম্বাবুয়েকে সহজেই ছয় উইকেটে হারিয়েছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ১৯ মার্চ কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। ম্যাচটার ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।
অকল্যান্ডের ইডেন পার্কে ২৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতকে শুরুতেই জোড়া ধাক্কা দেন তিনাশে পানিয়াঙ্গারা। ইনিংসের সপ্তম ওভারে দুই ওপেনার রোহিত শর্মা (১৬) ও শিখর ধাওয়ানকে (৪) ফিরিয়ে দেন এই ডানহাতি পেসার।
২১ রানে দুই উইকেট হারানোর পর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বিরাট কোহলি (৩৮) ও অজিঙ্কা রাহানে (১৯)। দলীয় ৭১ রানে রাহানে ও ৯২ রানে কোহলিকে হারিয়ে আবার চাপে পড়ে যায় ভারত।
তবে রায়না ও ধোনির দৃঢ়তায় জিম্বাবুয়ের জয়ের আশা বিলীন হয়ে গেছে। পঞ্চম উইকেটে ১৯৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দিয়েছেন দুজনে। পঞ্চম শতক করা রায়নায় ১০৪ বলের ইনিংস সাজানো ৯টি চার ও চারটি ছক্কায়। ধোনির ৭৬ বলের অধিনায়কোচিত ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩৩ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া জিম্বাবুয়ের পরিত্রাতা ছিলেন টেলর। চতুর্থ উইকেটে শন উইলিয়ামসের (৫০) সঙ্গে তাঁর ৯৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় আফ্রিকার দেশটি। পঞ্চম উইকেটে ক্রেইগ আর্ভিনকে (২৭) নিয়ে ১০৯ রানের আরেকটি ভালো জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেওয়ার কৃতিত্বও অষ্টম ওয়ানডে সেঞ্চুরি করা টেলরের। তাঁর ১১০ বলের দারুণ ইনিংসটা সাজানো ১৫টি চার ও পাঁচটি ছক্কায়।
টেলর যতক্ষণ ছিলেন, মনে হচ্ছিল তিন শ ছাড়িয়ে যাবে জিম্বাবুয়ে। কিন্তু ৪২তম ওভারে টেলরের বিদায়ের পর বেশি দূর যেতে পারেনি তারা। সিকান্দার রাজা ১৫ বলে তিন ছক্কায় ২৮ রান করলেও জিম্বাবুয়ে অলআউট হয়ে যায় সাত বল আগেই।
তিনটি করে উইকেট নিয়েছেন ভারতের তিন পেসার উমেশ যাদব, মোহাম্মদ সামি ও মোহিত শর্মা।
সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে : ৪৮.৫ ওভারে ২৮৭ (চিভাভা ৭, মাসাকাদজা ২, মায়ার ৯, টেলর ১৩৮, উইলিয়ামস ৫০, আর্ভিন ২৭, রাজা ২৮, চাকাবভা ১০, পানিয়াঙ্গারা ৬, মুপারিওয়া ১*, চাতারা ০; যাদব ৩/৪৩, সামি ৩/৪৮, মোহিত ৩/৪৮, অশ্বিন ১/৭৫)
ভারত : ৪৮.৪ ওভারে ২৮৮/৪ (রোহিত ১৬, ধাওয়ান ৪, কোহলি ৩৮, রাহানে ১৯, রায়না ১১০* ধোনি ৮৫*; পানিয়াঙ্গারা ২/৫৩, রাজা ১/৩৭)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: সুরেশ রায়না।