আমিরের দারুণ প্রত্যাবর্তন
নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই জ্বলে উঠেছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। ঘরোয়া প্রতিযোগিতা প্যাট্রন্স ট্রফিতে তিন উইকেট নিয়েছেন তিনি। শুক্রবার রাওয়ালপিন্ডিতে তিন দিনের ম্যাচের প্রথম দিনে আমিরের দারুণ বোলিংয়ে তাঁর দল ওমর অ্যাসোসিয়েটস ২৬৮ রানে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটিকে অলআউট করে দিয়েছে।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট চলার সময় পাকিস্তানের তখনকার অধিনায়ক সালমান বাট, আরেক পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে আমিরের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। দোষী প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ হওয়া ছাড়াও ছয় মাস ইংল্যান্ডের কিশোর সংশোধনাগারে কাটাতে হয়েছিল তাঁকে।
সে সময় ১৮ বছরের তরুণ আমির ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও শাস্তি কমানো হয়নি। স্পট ফিক্সিং তদন্তে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিষয়ক ইউনিটের (আকসু) কর্মকর্তাদের সব ধরনের সহযোগিতা করেছিলেন তিনি। তাই নির্ধারিত সময়ের অনেক আগেই তাঁকে মাঠে ফেরার অনুমতি দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী সেপ্টেম্বরে। তার আগে আইসিসির বিশেষ অনুমতি নিয়ে মাঠে নেমেই সাফল্য পেয়ে তিনি উচ্ছ্বসিত, ‘ক্রিকেট মাঠে ফিরে উইকেট নিতে পেরে খুব ভালো লাগছে। চার বছরেরও বেশি সময় পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে বল করলাম। ধীরে-ধীরে ছন্দও ফিরে পাচ্ছি। পুনর্বাসন ও প্রায়শ্চিত্তর জন্য আমাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। মনে হচ্ছে সব কিছু যেন নতুন করে শুরু করলাম।’