৭৭ মিনিটে কেন লিভারপুল সমর্থকদের ওয়াকআউট?
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিজেদের মাঠ অ্যানফিল্ডে সান্ডারল্যান্ডের মুখোমুখি হয়েছিল লিভারপুল। বরাবরের মতো এই ম্যাচেও গলা ফাটিয়ে প্রিয় দলকে সমর্থন জুগিয়ে যাচ্ছিলেন লিভারপুলের সমর্থকরা। কিন্তু ম্যাচের ৭৭ মিনিটের মাথায় হঠাৎ করেই দলে দলে স্টেডিয়াম ছেড়ে চলে যেতে থাকেন তাঁরা। কয়েক হাজার লিভারপুল সমর্থক বেরিয়ে যান মাঠ থেকে। সঙ্গে জোর গলায় স্লোগান দিতে থাকেন, ‘যথেষ্ট হয়েছে।’ কিন্তু কেন এত ক্ষেপে গেলেন লিভারপুল সমর্থকরা? ৭৭ মিনিটে কেনই বা বেরিয়ে গেলেন মাঠ ছেড়ে?
টিকেটের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতেই এমন অভিনব পন্থা বেছে নিয়েছেন লিভারপুল সমর্থকরা। আগামী মৌসুম থেকে লিভারপুলের খেলা দেখতে অনেক বেশি অর্থ খরচ করতে হবে তাঁদের। সবচেয়ে ভালো টিকেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৭ ইউরো। আগে যেটার মূল্য ছিল ৫৯ ইউরো। টিকেটের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গিয়েই ৭৭ মিনিটে ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লিভারপুল সমর্থকরা। ‘আমরা সমর্থক, ক্রেতা নই’—এমন ব্যানারে ছেয়ে গিয়েছিল অ্যানফিল্ড স্টেডিয়াম। ধাপে ধাপে টিকেটের মূল্যবৃদ্ধির চিত্র দেখিয়ে আরেকটি বড় ব্যানারে লেখা হয়েছিল, ‘তোমাদের একটা গরিব ছেলের গল্প বলব।’
সমর্থকদের চটিয়ে দেওয়ার ফল যে ভালো হবে না, সেটাও যেন এই ম্যাচে হাতেনাতে টের পেয়েছে লিভারপুল। সান্ডারল্যান্ডের বিপক্ষে ৭৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পরও ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ইংল্যান্ডের অন্যতম সেরা এই ক্লাবকে। সান্ডারল্যান্ড সমতাসূচক দুটি গোলই করেছে ৭৭ মিনিটের পর—৮২ ও ৮৯ মিনিটে।