কোপা আমেরিকায় আবার মুখোমুখি আর্জেন্টিনা-চিলি
২০১৫ সালে কোপা আমেরিকা শিরোপা জিতে বিশ্বকাপ জিততে না পারার কষ্ট ভুলতে চেয়েছিল আর্জেন্টিনা। দারুণ নৈপুণ্য দেখিয়ে চলেও গিয়েছিল ফাইনাল পর্যন্ত। কিন্তু শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে টাইব্রেকারে চিলির বিপক্ষে হেরে হতাশ হতে হয়েছিল লিওনেল মেসিদের। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগটাও অবশ্য দ্রুতই পেয়ে যাচ্ছে আর্জেন্টিনা। এ বছর কোপা আমেরিকার বিশেষ আসরে আবার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও চিলি।
১৯১৬ সালে আার্জেন্টিনায় শুরু হয়েছিল দক্ষিণ আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। ২০১৬ সালে ১০০ বছর পূর্ণ করতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে প্রাচীন এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। ১০০ বছর পূর্তি স্মরণীয় করে রাখার জন্য ১৬ দলের অংশগ্রহণে কোপা আমেরিকার বিশেষ এই আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। রোববার অনুষ্ঠিত হয়েছে কোপা আমেরিকার এই বিশেষ আসরের ড্র। সেখানে ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে চিলি। গ্রুপের অপর দুইটি দল বলিভিয়া ও পানামা।
লাতিন আমেরিকান ফুটবলের আরেক পরাশক্তি ব্রাজিলকে গ্রুপ পর্বে খেলতে হবে ইকুয়েডর, পেরু ও হাইতির বিপক্ষে। স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে কলম্বিয়া, কোস্টারিকা ও প্যারাগুয়ে। এই গ্রুপটিকেই বিবেচনা করা হচ্ছে কোপা আমেরিকার মৃত্যুকূপ হিসেবে। ‘সি’ গ্রুপে আছে উরুগুয়ে, মেক্সিকো, ভেনেজুয়েলা ও জ্যামাইকা।
কোপা আমেরিকার বিশেষ এই আসরের জন্য ব্যস্ত সময় কাটাতে হবে মেসি-নেইমার-সুয়ারেজদের মতো তারকা ফুটবলারদের। জুনে কোপা আমেরিকা শেষ হওয়ার পর আগস্টে আবার অলিম্পিকে অংশ নেওয়ার কথা নেইমারের। তবে আর্জেন্টিনা অলিম্পিকে অংশ নেবে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই। মেসি, নেইমার, সুয়ারেজ ছাড়াও কোপা আমেরিকার এই বিশেষ সংস্করণে খেলতে যাচ্ছেন অ্যালেক্সিস সানচেজ, হামেস রদ্রিগেজের মতো তারকারা।
৩ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র এ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে পর্দা উঠবে কোপা আমেরিকার। ২৬ জুন অনুষ্ঠিত হবে শিরোপা জয়ের অন্তিম লড়াই।