নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত শ্রীলঙ্কা
আগের ম্যাচে জিতেছিল ১০৮ রানে। রোববার জয়ের ব্যবধান বেড়ে দাঁড়াল ১২০ রান। ষষ্ঠ ওয়ানডেতেও শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল নিউজিল্যান্ড। সাত ম্যাচের সিরিজে স্বাগতিক দল এখন এগিয়ে ৪-১ ব্যবধানে।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে ৮ উইকেটে ৩১৫ রান এনে দেওয়ার কৃতিত্ব কেন উইলিয়ামসন ও রস টেলরের। তৃতীয় উইকেটে দুজনের ১১৭ রানের জুটি কিউইদের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে।
তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও দুর্ভাগ্যজনকভাবে তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি কেউই। মাত্র ৩ রানের জন্য শতক পূর্ণ করতে পারেননি উইলিয়ামসন। টেলর আউট হয়েছেন ৯৬ রানে। ম্যাচসেরা অবশ্য এ দুজনের কেউ নন। ২৮ বলে ৪০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলার পর বল হাতে ৪ উইকেট নেওয়া কোরি অ্যান্ডারসনের হাতে উঠেছে পুরস্কারটা।
৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার পক্ষে প্রায় একাই লড়াই করেছেন কুমার সাঙ্গাকারা। ৬৬ বলে ৮১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান ওপেনার লাহিরু থিরিমান্নের। তবে দুজনের প্রচেষ্টা ৪০.৩ ওভারে ১৯৫ রানে অলআউট শ্রীলঙ্কার হারের ব্যবধানই কমাতে পেরেছে শুধু।
দল আরেকটি হারের লজ্জায় পড়লেও একটি কীর্তি গড়েছেন সাঙ্গাকারা। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের ৪৭২ ডিসমিসালের রেকর্ড স্পর্শ করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।