বাংলাদেশের কিছু প্রমাণ করার নেই : হাথুরুসিংহে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিযেছেন, তাঁর শিষ্যদের ‘কারো কাছে কিছু প্রমাণ করার নেই।’
মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সাকিব-মাশরাফিদের অনুশীলন তত্ত্বাবধানের ফাঁকে হাথুরুসিংহে সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের কারো কাছে কিছু প্রমাণ করার নেই। আমরা জানি যে আমরা ভালো খেলছি। আর ঠিক এই কারণেই আমরা এখানে এসেছি। আমরা আমাদের সুযোগ কাজে লাগাতে চাই আর সবকিছু উপভোগ করতে চাই।’
গ্রুপ পর্বের টানা ছয় জয়ের আত্মবিশ্বাস নিযে কোয়ার্টার ফাইনাল শুরু করতে যাচ্ছে ভারত। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিযনদের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ নিয়ে বেশি আলোচনা হলেও ‘টিম ইন্ডিয়া’র বোলিং আক্রমণকেও পিছিয়ে রাখতে নারাজ হাথুরুসিংহে, ‘ভারত খুব ভালো খেলছে। তাদের ব্যাটিং লাইন-আপ খুব ভালো। কিন্তু তাদের পেসাররাও খুব ভালো খেলছে। আমাদের এ বিষয়ে বাড়তি নজর দিতে হবে।’
বৃহস্পতিবারের ম্যাচটার আগে দুই দলের লড়াইয়ের অতীত-ইতিহাস নিয়ে অনেক কথা-বার্তা হচ্ছে। বিশেষ করে ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ‘ঐতিহাসিক’ জয় ঘুরে-ফিরে আসছেই। বাংলাদেশ দলের কোচ অবশ্য অতীতকে তেমন গুরুত্ব দিতে রাজি নন, ‘আমি অতীতের কথা বলতে পারব না। তবে এই দলের প্রত্যেকের ভালো করার আত্মবিশ্বাস আছে। ছেলেদের নির্ভার হয়ে খেলার পরামর্শ দেওয়া হয়েছে। খেলা চলার সময় যেকোনো সিদ্ধান্ত নিতে আমরা এখন আর সংকোচ বোধ করি না।’
বাংলাদেশের শেষ আটে উত্তরণ অনেককে অবাক করলেও হাথুরুসিংহে নিজে এই সাফল্যে তেমন বিস্মিত নন, ‘আমাদের সাফল্যের পেছনে বিশেষ কোনো রহস্য নেই। আমাদের প্রস্তুতি নিখুঁত ছিল। বিশ্বকাপের আগে বেশি ম্যাচ না খেলা আমাদের খুব কাজে এসেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমরা বেশ আগেই ব্রিসবেনে চলে এসেছিলাম। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’
শেষ আটের লক্ষ্য পূরণে নির্ভার হাথুরুসিংহে এখন দলের অবস্থা নিযে তৃপ্ত, ‘আমরা ঠিক সময়ে ছন্দ ফিরে পেয়েছি। আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ভালো ফর্মে আছে। ইনজুরি সমস্যাও তেমন নেই। খেলোয়াড়রা প্রত্যেক ম্যাচেই উন্নতি করছে।’