টিভি দর্শকরাও শুনবেন আম্পায়ারদের আলোচনা
কোনো সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে গেলে কানে গোঁজা ইয়ারপিস দিয়ে কী যেন বলতে শোনা যায় মাঠের দুই আম্পায়ারকে। অনেকেরই হয়তো তাঁদের কথা শোনার আগ্রহ আছে। সে সব উৎসুক ক্রিকেটপ্রেমীর কৌতূহল দূর হতে যাচ্ছে অবশেষে। বিশ্বকাপের বাকি সাত ম্যাচে টিভি আম্পায়ার ও মাঠের আম্পায়ারদের কথোপকথন যেন টেলিভিশন দর্শকরা শুনতে পান, সেই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
গত নভেম্বরে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার একটি ওয়ানডে ম্যাচে ব্যাপারটা পরীক্ষা করে দেখা হয়েছিল। এবার ক্রিকেটের সেরা আসরেও তার প্রয়োগ ঘটতে যাচ্ছে।
ডিআরএস অর্থাৎ সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতিতে আউট বা অন্য কোনো বিষযে তৃতীয় আম্পায়ার ও মাঠের দুই আম্পায়ারের আলোচনা শুনতে পারবেন টিভি দর্শকরাও।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিশ্চিত করছে, ১৮ থেকে ২৯ মার্চ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে সিদ্ধান্ত নেওয়ার সময় টিভি আম্পায়ারের সঙ্গে (মাঠের আম্পায়ারদের) কথোপকথন সম্প্রচার করা যাবে।’