শেষ চারের স্বপ্নের হাতছানি
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের স্মরণীয় সাফল্যের অন্যতমটির জন্ম ২০০৭ বিশ্বকাপে। পোর্ট অব স্পেনে ভারতকে পাঁচ উইকেটে হারানো ম্যাচটি বৃহস্পতিবার বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করবেই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সামনে যে সেই ভারত! কোয়ার্টার ফাইনালের লক্ষ্য পূরণ করে দেশের মানুষের মনে আনন্দের হিল্লোল বইয়ে দেওয়া মাশরাফির দল আবার উল্লাসের সাগরে ভাসাতে পারবেন তো?
শেষ আটে খেলার লক্ষ্য অর্জিত হয়েছে বটে, তবে স্বপ্নের তো কোনো সীমানা নেই। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নতুন স্বপ্নের জাল বুনছেন নিবিষ্ট মনে, ‘স্বপ্নের কোনো শেষ নেই। টুর্নামেন্টের শুরুতে আমাদের চিন্তা ছিল কোয়ার্টার ফাইনালে যেতে পারব কিনা। আর এখন ভাবছি সেমিফাইনাল নিয়ে। খেলোয়াড়দের জীবনে এমন ঘটনা আসেই। তবে আমাদের সম্পূর্ণ মনোযোগ খেলার দিকে। ভালো খেললে অবশ্যই জয়ের সুযোগ তৈরি হবে।’
বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগে, গত নভেম্বরের শেষ দিকে অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছিল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজ আর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের দারুণভাবে প্রস্তুত করেছে ‘টিম ইন্ডিয়া’। এমসিজি, মানে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এর আগে মাত্র একটাই ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের - বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। অথচ বিশ্ববিখ্যাত এমসিজিতে ভারতের খেলার অভিজ্ঞতা অনেক। গ্যালারিতে বিপুল সমর্থন তো থাকবেই। এসব ধোনির দলকে বাড়তি সুবিধা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফির মন্তব্য, ‘এসব দিক থেকে তারা অবশ্যই আমাদের চেয়ে এগিয়ে আছে। কিন্তু এত যুক্তি-তর্ক দিয়ে তো মাঠে খেলা হয় না। মাঠের বাইরের এসব কথা মাঠে গিয়ে কোনো কাজেও আসবে না। আমাদের মাঠে গিয়ে ভালো খেলতে হবে।’
২০০৭ বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের দুটি স্মরণীয় জয়ই এসেছিল পরে ব্যাটিং করে। এবারও টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘আমার মনে হয় না টস খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। টসের ওপর নির্ভর করে তো দল সাজানো যায় না। খেলাও যায় না। আমার মনে হয় না এটা নিয়ে ভেবে লাভ আছে।’
মাশরাফির সামনে এখন একটাই লক্ষ্য। সবকিছু পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। আমি সব সময় বলি, কোনো সুন্দর পরিকল্পনার সফল বাস্তবায়ন না হলে কোনো লাভ নেই। আমাদের ছেলেরা নিজেদের সব দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছে। আমরা এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক করতে পেরেছি। ভারতের বিপক্ষেও ভালো খেলার চেষ্টা করব।’
টানা ছয় জয়ের আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনাল শুরু করতে যাওয়া ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘কোন টুর্নামেন্ট বা কোন দলের বিপক্ষে খেলছি, তা কোনো ব্যাপার নয়। আমাদের ওপর সব সময়ই চাপ থাকে। ভালো ব্যাপার হচ্ছে, আমাদের ছেলেরা সেটার সঙ্গে মানিয়ে নিয়েছে। কখনো কখনো হয়তো হোঁচট খেয়েছি। কিন্তু একই সঙ্গে আমরা দারুণভাবে ঘুরেও দাঁড়িয়েছি।’