এমন ঘটনা শুধু বাংলাদেশেই ঘটে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/06/photo-1457269137.jpg)
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এবারের এশিয়া কাপের মূল পর্ব। এশিয়া কাপের শিরোপাজয়ের অন্তিম লড়াইয়েও মুখোমুখি এই দুই দল। শুরু ও শেষে অভিন্ন দুই দলের লড়াই খুব বেশি দেখা যায়নি এশিয়া কাপে। ৩২ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটতে যাচ্ছে চতুর্থবারের মতো। আর এর মধ্যে তিনটিই ঘটেছে বাংলাদেশের মাটিতে।
২০১২ সালের এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। সেবার ফাইনালেও দেখা গিয়েছিল বাংলাদেশ-পাকিস্তান লড়াই। একই রকম ঘটনা দেখা গিয়েছিল ২০১৪ সালের এশিয়া কাপেও। শুরু ও শেষের দুটি ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। এবারের আসরে টানা তৃতীয়বারের মতো ঘটতে যাচ্ছে এই ঘটনা। এবার শুরু ও শেষের ম্যাচের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত।
এবারের আসরের প্রথম ও শেষের দুই ম্যাচের মধ্যে আছে আরো একটি কাকতালীয় মিল। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতের গ্রুপ পর্বের ম্যাচের আগেও ছিল বৃষ্টির উপদ্রব। আজ ফাইনালেও হানা দিয়েছে বৃষ্টি। ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ম্যাচটি শেষপর্যন্ত নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ শিরোপাজয়ের স্বপ্নে বিভোর হয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তবে আগের দুটি আসরের দিকে তাকালে একটু দমেও যেতে পারেন তাঁরা। দুবারই আসরের প্রথম ম্যাচে জয় পাওয়া দল শেষপর্যন্ত পেয়েছিল শিরোপাজয়ের স্বাদ। ২০১২ সালে পাকিস্তান ও ২০১৪ সালে শ্রীলঙ্কা। সেই হিসেবে এবার কিন্তু ভারতের হাতেই ওঠার কথা। তবে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস রচনা করার পথে সেই প্রথাটা তো মাশরাফিরা ভেঙেও দিতে পারেন।