গেইলকে নিয়ে সংশয়ে ওয়েস্ট ইন্ডিজ
গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচে খেলতে পারেননি পিঠের চোটের কারণে। শনিবার কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগেও ক্রিস গেইলকে নিয়ে সংশয় কাটেনি ক্যারিবীয়দের। শুক্রবার অবশ্য দলের প্র্যাকটিসে অংশ নিয়েছেন তিনি।
৬ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের পর থেকেই পিঠের ইনজুরিতে ভুগছিলেন বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান গেইল। ১৫ মার্চ আমিরাতের বিপক্ষে তাই মাঠে নামতে পারেননি। প্রায় এক সপ্তাহ অনুশীলনও করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ওপেনার।
তবে শুক্রবার নেটে ব্যাট করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করে ইতিহাস গড়া গেইল। যদিও তার আগে ব্যথানাশক ইনজেকশন নেওয়ার পাশাপাশি পিঠের স্ক্যানও করাতে হয়েছে তাঁকে। শনিবার ওয়েলিংটনে শেষ কোয়ার্টার ফাইনালে গেইল খেলতে পারবেন কি না, তা নিশ্চিত করে জানাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার, ‘স্ক্যানে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। আজকের (শুক্রবার) দিনটা আমরা তাঁর পিঠের অবস্থা পর্যবেক্ষণ করব। আগামীকাল সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’