আইসিসিতে ‘অন্তর্দ্বন্দ্ব’!
বাংলাদেশ-ভারতের কোয়ার্টার ফাইনালকে ঘিরে ভালোই উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট-অঙ্গন। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিতে শুরু হয়েছে ‘অন্তর্দ্বন্দ্ব’ও। সভাপতি মুস্তফা কামালের তীব্র সমালোচনা করেছেন প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।
ভারতের বিপক্ষে বাংলাদেশের হার ‘আগে থেকে সাজানো ছিল’ বলে মন্তব্য করেছেন মুস্তফা কামাল। আইসিসি সভাপতির এই মন্তব্যে রিচার্ডসন ক্ষুব্ধ। আম্পায়ারদের সততা নিয়ে প্রশ্ন তোলাকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে অভিহিত করেছেন তিনি। পাশাপাশি মুস্তফা কামালের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলেও দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক।
ভারতের ইনিংসের ৪০তম ওভারে রুবেল হোসেনের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন রোহিত শর্মা। কিন্তু স্কয়ার লেগ আম্পায়ার আলিম দার ‘নো বল’ ঘোষণা করায় আউট দেননি আম্পায়ার ইয়ান গুল্ড। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বলটা ছিল রোহিতের উরুর উচ্চতায়। যেটাকে ক্রিকেটের নিয়মে কোনোভাবেই ‘বিমার’ বলা যায় না। ব্যক্তিগত ৯০ রানে আম্পায়ারের কৃপায় ‘জীবন’ পাওয়া রোহিত শেষ পর্যন্ত করেন ১৩৭ রান। এই বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আইসিসি সভাপতি বলেন, ‘আম্পায়ারিংয়ের মান ছিল খুবই দুর্বল। মনে হয়েছিল ম্যাচের ফলাফল আগে থেকে ঠিক করেই তাঁরা মাঠে নেমেছেন।’
মুস্তফা কামালের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন আইসিসির প্রধান নির্বাহী রিচার্ডসন। আম্পায়ারদের পক্ষ নিয়ে তিনি বলেছেন, ‘আইসিসি মুস্তফা কামালের মন্তব্য নজরে নিয়েছে। এটা খুবই দুঃখজনক। কিন্তু তিনি নিজ দায়িত্বে এমন মন্তব্য করেছেন। আইসিসির সভাপতি হিসেবে ম্যাচ অফিশিয়ালদের সমালোচনা করার সময় তাঁর অনেক সতর্ক হওয়া উচিত। আইসিসির কর্মকর্তারা আম্পায়ারদের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না।’
রুবেলের সেই বিতর্কিত ‘নো বল’ সম্পর্কে রিচার্ডসনের মন্তব্য, “নো-বলের সিদ্ধান্তটা ছিল ৫০-৫০। ক্রিকেট খেলার চেতনা অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। আর সেটাকে অবশ্যই সম্মান জানাতে হবে। আম্পায়াররা মাঠে কোনো ‘এজেন্ডা’র বাস্তবায়ন বা এ ধরনের কিছু করছিলেন এমন দাবি ভিত্তিহীন ও ভুল।”
আইসিসির বাংলাদেশি সভাপতি বিষয়টি নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা করবেন বলে জানিয়েছেন। এমনকি পদত্যাগ করার হুমকিও দিয়েছেন মুস্তফা কামাল, ‘আইসিসির সভাপতি হিসেবে পরবর্তী সভায় যা বলার দরকার আমি তা বলব। এমনকি আমি পদত্যাগও করে ফেলতে পারি।’
আইসিসিকে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ আখ্যা দিয়ে কামাল বলেছেন, ‘আমি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিত্ব করতে পারি না। কেউ আমাদের ওপর কোনো ফলাফল চাপিয়ে দিতে চাইলে আমরা তা মেনে নেব না।’