অনন্য উচ্চতায় গাপটিল
ক্রিস গেইলের পর বিশ্বকাপে দ্বিশতক করার কৃতিত্ব এখন মার্টিন গাপটিলের অধিকারে। চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের এই ওপেনারকে ওয়েস্ট ইন্ডিজ আউট করতে পারেনি। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে তিনি অপরাজিত ছিলেন ২৩৭ রানে।
গত ২৪ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন গেইল। ২১৫ রানের দুর্দান্ত ইনিংসটাই বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি। শনিবার ওয়েলিংটনে সেই গেইলের দলের বিপক্ষেই জ্বলে উঠে ক্যারিবীয় ওপেনারকে পেছনে ফেললেন গাপটিল। তাঁর ১৬৩ বলে খেলা ২৪টি চার ও ১১টি ছক্কাসমৃদ্ধ ২৩৭ রান এখন বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
তবে ওয়ানডেতে এটা ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় দ্বিতীয় স্থানে আছে। এই তালিকায় গাপটিলের আগে আছেন শুধু ভারতের রোহিত শর্মা (২৬৪)। রোহিত অবশ্য আরেকটি ডাবল সেঞ্চুরি (২০৯) করেছেন। ওয়ানডেতে এই বিরল কীর্তি আছে আর মাত্র দুজনের- ভারতের ব্যাটিং-কিংবদন্তি শচীন টেন্ডুলকার (২০০) এবং তাঁর দীর্ঘ দিনের সতীর্থ বীরেন্দর শেবাগের (২১৯)।
এমন অসামান্য অর্জন নিয়েও গাপটিলের মনে তেমন উচ্ছ্বাস নেই। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের ইনিংস শেষে তিনি বলেছেন, ‘সত্যিই খুব ভালো লাগছে। কিন্তু আমাদের কাজ মাত্র অর্ধেক শেষ হয়েছে। আমাদের বোলারদের বাকি কাজ শেষ করতে হবে।’
এর আগে গাপটিলের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ১৮৯ রান। ২০১৩ সালের ২ জুন সাউথহ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে এসেছিল ওই ইনিংস।
ওয়ানডের ডাবল সেঞ্চুরি
খেলোয়াড় দল রান প্রতিপক্ষ ভেন্যু তারিখ
রোহিত শর্মা ভারত ২৬৪ শ্রীলঙ্কা কলকাতা ১৩ নভেম্বর ২০১৪
মার্টিন গাপটিল নিউজিল্যান্ড ২৩৭* ওয়েস্ট ইন্ডিজ ওয়েলিংটন ২১ মার্চ ২০১৫
বীরেন্দর শেবাগ ভারত ২১৯ ওয়েস্ট ইন্ডিজ ইন্দোর ৮ ডিসেম্বর ২০১১
ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ২১৫ জিম্বাবুয়ে ক্যানবেরা ২৪ ফেব্রুয়ারি ২০১৫
রোহিত শর্মা ভারত ২০৯ অস্ট্রেলিয়া বেঙ্গালুরু ২ নভেম্বর ২০১৩
শচীন টেন্ডুলকার ভারত ২০০* দক্ষিণ আফ্রিকা গোয়ালিয়র ২৪ ফেব্রুয়ারি ২০১০