এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
আগামী মাসে বাংলাদেশে আসতে রাজি হয়েছে পাকিস্তান। ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ সফরে পাকিস্তান দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে। তবে তার আগে নিরাপত্তাজনিত বিষয়গুলো খতিয়ে দেখতে পাকিস্তানের একটি বিশেষ প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
এটা অবশ্য নিছকই আনুষ্ঠানিকতা। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিনিয়র মিডিয়া ম্যানেজার রাজা কিচলিউ ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে বলেছেন, ‘পাকিস্তান সরকার এখনো উদ্বিগ্ন। কারণ বাংলাদেশে পাকিস্তানকে নিয়ে এক ধরনের নেতিবাচক মনোভাব আছে। কিন্তু আমরা সব সময় ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে চাই। আর তাই আমরা বাংলাদেশ সফরে যেতে রাজি হয়েছি। কিন্তু সফরের আগে আমরা একটা নিরাপত্তা দল পাঠাব। দলটি পাকিস্তান দূতাবাসে বৈঠক করে পরিস্থিতি বিশ্লেষণ করবে আর সব কিছু ঠিকঠাক আছে কি না দেখবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস জানিয়েছেন, ‘পাকিস্তান যে এপ্রিলের মাঝামাঝি আসবে, তা আমরা নিশ্চিত হয়েছি। অবশ্য সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। আশা করি আগামী তিন-চারদিনের মধ্যে তা হয়ে যাবে। আমরা ঢাকা, চট্টগ্রাম ও খুলনাকে ভেন্যু হিসেবে বিবেচনা করছি।’
২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা। এতে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেছেন, ‘ওই দিনের জন্য আমরা নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করব। কিন্তু আমার মনে হয় না পাকিস্তানের সফরে এটা কোনো প্রভাব ফেলবে।’
পিসিবি এর আগে বাংলাদেশ সফরে আসার জন্য লভ্যাংশের ৫০ শতাংশ দাবি করেছিল। বিসিবি তা প্রত্যাখ্যান করায় পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে সংশয় তৈরি হয়। তবে বিসিবি এই সফরে পাকিস্তান দলের পুরো ব্যয়ভার বহন করতে রাজি হওয়ায় বাংলাদেশে আসতে সম্মতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।