শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের রক্ষা
উরুগুয়ের বিপক্ষে ঠিক আগের ম্যাচে দুই গোলে এগিয়েও ড্রয়ের হতাশায় পুড়তে হয়েছিল ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাইপর্বে এবার ঠিক বিপরীত অভিজ্ঞতা হলো দুঙ্গার দলের। প্যারাগুয়ের মাঠে ২-০ গোলে পিছিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল ব্রাজিল। তবে ম্যাচের শেষ মুহূর্তে দানি আলভেসের গোলে মুখরক্ষা হয়েছে তাদের।
অবশ্য ২-২ গোলে ড্র করলেও লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে অবনমন ঠেকাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে নেমে যাওয়া ব্রাজিলের পয়েন্ট ৯। বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে আসা আর্জেন্টিনার সংগ্রহ ১১ পয়েন্ট। উরুগুয়ে ও ইকুয়েডরের সমান ১৩ পয়েন্ট। তবে গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে উরুগুয়ে। সব দলই ছয়টি করে ম্যাচ খেলেছে। দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি চারটি দল ২০১৮ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পঞ্চম দল খেলবে প্লে-অফে।
হলুদ কার্ডের খাঁড়ায় কাটা পড়ে এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পাওয়া নেইমার ও ডেভিড লুইজ প্যারাগুয়ের মাঠে নামতে পারেননি। দলের সবচেয়ে বড় তারকা আর অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডারকে ছাড়া মাঠে নেমে ৩৯ মিনিটে দারিও লেজকানোর গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। সমতা ফেরানোর আশায় বিরতির পর মিডফিল্ডার ফার্নান্দিনিয়োর জায়গায় ফরোয়ার্ড হাল্ককে নামিয়েছিলেন ব্রাজিলের কোচ দুঙ্গা। কিন্তু দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এদগার বেনিতেজের গোলে ব্যবধান হয়ে যায় ২-০।
তবে এর পর ব্রাজিলের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে প্যারাগুয়ের রক্ষণভাগ। ৬২ মিনিটে জিলের গোল ফাউলের কারণে বাতিল হয়ে অবশ্য হতাশ করেছিল ব্রাজিলকে। তবে ৭৮ মিনিটে দুঙ্গার শিষ্যদের রোখা যায়নি। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া হাল্কের জোরালো শট ফিরিয়ে দিয়েছিলেন প্যারাগুয়ের গোলরক্ষক হুস্তো ভিয়ার। কিন্তু রিকার্দো অলিভেইরার ফিরতি শট কেউ ঠেকাতে পারেনি। তবু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হারের দুশ্চিন্তা চেপে ধরছিল ব্রাজিলকে। অবশেষে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে আলভেসের গোল মূল্যবান একটি পয়েন্ট এনে দিয়েছে পেলের দেশকে।