নারী ফুটবলের বেতন কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নারী ফুটবলারদের সুযোগ সুবিধা নিয়ে অনেক অভিযোগ আছে। সেসব অভিযোগ নিয়েও কথা হয়েছে নানা সময়। সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে কথা হয়েছে তার। এবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও জানালেন, নারী ফুটবলারদের বেতন কাঠামো নিয়ে আলোচনা চলছে।
নারী ফুটবলারদের বেতন কাঠামো নিয়ে গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কথা বলেন শফিকুল আলম। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নারী ফুটবলাররা ঠিকঠাক বেতন পাচ্ছেন না। তাদের বেতনের সমতা নিয়েও একটা কথা উঠেছে। আমরা বিসিবি ও বাফুফের সঙ্গে আলোচনা করছি এটা নিয়ে।’
সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপা জিতে গতকাল দেশে ফেরেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয় তাদের। বিকেলে সেই বাসে শোভাযাত্রা শেষে সন্ধ্যায় বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া হয় নারীদের সংবর্ধনা।
এসময় নারীদের সযোগ সুবিধা নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘নারী ফুটবল নিয়ে অনেক অভিযোগ আছে, বৈষম্য নিয়ে কথা হয়। এসব কীভাবে ঠিক করা যায়, তাদের সুযোগ-সুবিধা বাড়ানো যায়, সেই ব্যাপারে ইতোমধ্যে বাফুফের সঙ্গে আমাদের কথা হয়েছে।’