অস্ট্রেলিয়া যেন ‘নিজ ভূমে পরবাসী’!
বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়া। সেমিফাইনালে গ্যালারিতে অস্ট্রেলীয়দের আধিপত্য থাকাই স্বাভাবিক। তবে প্রতিপক্ষ ভারত বলেই অস্ট্রেলিয়াকে ‘নিজ ভূমে পরবাসী’ অনুভূতি নিয়ে মাঠে নামতে হতে পারে। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে সিডনি ক্রিকেট গ্রাউন্ড বা এসসিজিতে ভারতীয়দের সংখ্যাগরিষ্ঠতার আশঙ্কা করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক ও ওপেনার ডেভিড ওয়ার্নার। স্বদেশবাসীকে মাঠে আসার আহ্বান জানিয়ে টুইটও করেছেন দুজনে।
বিশ্বকাপ আয়োজকদের ধারণা, সিডনির সেমিফাইনালের ৭০ শতাংশ টিকিটই কেটেছে ভারতের সমর্থকরা। প্রায় ৪৪ হাজার ধারণক্ষমতার এসসিজিতে তাই ‘নীল ঢেউ’ ওঠার সম্ভাবনা প্রবল। ক্লার্ক অবশ্য প্রিয় মাঠকে রাঙাতে চান নিজেদের জার্সির সোনালি রঙে। তাই টুইটারে অস্ট্রেলিয়া অধিনায়ক লিখেছেন, ‘আমি অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের কাছে আহ্বান জানাচ্ছি, তাঁরা যেন এসসিজি সোনালি রঙে রাঙিয়ে দেন। আমরা আপনাদের সমর্থন চাই।’ ওয়ার্নারও প্রায় একই আহ্বান জানিয়েছেন টুইটারের মাধ্যমে।
ক্লার্ক-ওয়ার্নারের সতীর্থ জেমস ফকনার অবশ্য এ ব্যাপারে চিন্তিত নন। এই পেসারের মন্তব্য, ‘কাল রাতে ডিনারের সময় আমরা এ ব্যাপারে কথা বলেছি। সর্বশেষ এখানে খেলার সময় আমরা ভারতীয়দের উন্মাদনা বুঝতেও পেরেছি। ভারতের মানুষ তাদের ক্রিকেট দলকে যেভাবে সমর্থন করে তা এক কথায় অসাধারণ। আমরা সব কিছুর জন্যই প্রস্তুত।’