বায়ার্নকে হারিয়ে ফাইনালে আতলেতিকো
খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন খেলেছেন স্প্যানিশ লিগে। বার্সেলোনার কোচ হিসেবেও ছিলেন দারুণ সফল। স্পেনের ক্লাবগুলো সম্পর্কে তাই বেশ ভালোই ধারণা আছে পেপ গার্দিওলার। কিন্তু ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের কোচের আসনে বসার পর গার্দিওলার কাছে স্প্যানিশ ক্লাবগুলো যেন হয়ে উঠেছে এক দুর্বোধ্য ধাঁধা। চ্যাম্পিয়নস লিগে কিছুতেই সেই স্প্যানিশ বাধা কাটাতে পারলেন না এ সময়ের অন্যতম সেরা এই কোচ। চ্যাম্পিয়নস লিগের গত দুই আসরে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কাছে হারের পর এবার গার্দিওলার বায়ার্নকে ধরাশায়ী করেছে আতলেতিকো মাদ্রিদ। ফলে টানা তিন আসরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বায়ার্নকে।
প্রথম লেগের ম্যাচে ১-০ গোলের জয় দিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গিয়েছিল আতলেতিকো। মঙ্গলবার দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টাই করেছিল বায়ার্ন। নিজেদের মাঠে ম্যাচটা জিতেও নিয়েছিল ২-১ গোলে। কিন্তু দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতার পর প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে ফাইনালে চলে গেছে আতলেতিকো।
প্রথমার্ধে ৩১ মিনিটের মাথায় বায়ার্ন এগিয়ে গিয়েছিল জাবি আলোনসোর গোলে। দুই মিনিট পরে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল বাভারিয়ানরা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি টমাস মুলার। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে খেলায় সমতা ফেরান আন্তেনিও গ্রিয়েজম্যান। ৭৪ মিনিটে বায়ার্নের পক্ষে জয়সূচক গোলটি আসে রবার্ট লেভানদভস্কির হেড থেকে। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ কাজে লাগাতে পারেনি আতলেতিকোও। পেনাল্টি মিস করেছেন ফার্নান্দো তোরেস। তবে ম্যাচ শেষে সেই পেনাল্টি মিসের জন্য আক্ষেপ করতে হয়নি আতলেতিকো মাদ্রিদকে। ফাইনালের টিকেটটা ঠিকই পেয়ে গেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা।
এর আগে ১৯৭৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল আতলেতিকো ও বায়ার্ন মিউনিখ। সেবার জয়ের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছিল আতলেতিকোকে। প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বায়ার্ন। তার পর মোট পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা উঠেছে বায়ার্নের ট্রফি কেসে। আর কখনোই শিরোপা জয়ের স্বাদ পায়নি আতলেতিকো। এবার বায়ার্ন বাধা দূর করার পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের স্বপ্ন আরো জোরদার করেছে সিমিওনের শিষ্যরা।
ফাইনালে আতলেতিকোকে খেলতে হবে ম্যানচেস্টার সিটি অথবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে। বুধবার রাতে মুখোমুখি হবে ম্যানসিটি ও রিয়াল। প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে এ দুই ক্লাব।