হকির জন্য বিসিবির সহযোগিতার আশ্বাস
হকিতে বেশ কিছুদিন অচলাবস্থা বিরাজ করছিল। ক্লাব ও ফেডারেশনের দ্বন্দ্বে খেলাও মাঠে গড়াচ্ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের মধ্যস্থতায় শেষ পর্যন্ত হকির সে অচলাবস্থা দূর হয়েছে। বৃহস্পতিবার মাঠে গড়িয়েছে প্রিমিয়ার হকি লিগ।
দেশের হকির সবচেয়ে বড় আসরের উদ্বোধন করতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান হকির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নাজমুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘হকির অচলাবস্থা দূর হয়ে খেলা মাঠে গড়িয়েছে এটা অবশ্যই একটা ভালো দিক। একজন ক্রীড়া সংগঠক হিসেবে এ ক্ষেত্রে কিছুটা অবদান রাখতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি মূলত হকির সমস্যা সমাধানে মিডিয়া হিসেবে কাজ করেছি। আমার ওপর প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল। তাঁর নির্দেশেই সবার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পথ খুঁজেছি।’
হকিকে এবার সহযোগিতারও আশ্বাস দেন বিসিবি সভাপতি, ‘আমি মনে করি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিতে পারলে ক্রিকেটের মতো হকিও উন্নতির দিকে এগিয়ে যাবে। অবশ্য হকি ফেডারেশন এ ব্যাপারে কাজ করছে। তারা বিভিন্ন দেশের কোচদের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। হকির কোচের ব্যাপারে আমরাও অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের সঙ্গে যোগাযোগ করছি। শুধু বিদেশি কোচ নয়, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তাও প্রয়োজন। হকি ফেডারেশন চাইলে সে ক্ষেত্রে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’