জিতেই চলেছে দুঙ্গার ব্রাজিল
দেশের ফুটবলের এক হতাশাজনক সময়ে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছিলেন দুঙ্গা। বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে পুরো ব্রাজিল তখন শোকাচ্ছন্ন। ওই লজ্জাজনক হারের দায় মাথায় নিয়ে বিদায় নেওয়া কোচ লুইস ফেলিপে স্কলারির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েই দুঙ্গা পাল্টে দিয়েছেন দলকে। তাঁর অধীনে একের পর এক সাফল্য পেয়ে চলা ব্রাজিল রোববার লন্ডনে এক প্রীতি ম্যাচে ১-০ গোলে হারিয়েছে চিলিকে। দুঙ্গা দ্বিতীয়বার কোচের দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে আট ম্যাচের আটটিতেই জয় পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে চিলিকে অতিকষ্টে টাইব্রেকারে হারিয়েছিল স্বাগতিক ব্রাজিল। রোববার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামেও সহজে জিততে পারেনি পেলের দেশ। শুরু থেকেই দুই দলের ডিফেন্ডারদের ফাউল করার প্রবণতা বারবার খেলার গতিতে ব্যাঘাত ঘটিয়েছে। ব্রাজিল অধিনায়ক নেইমারের ওপর ফাউলের ‘খড়্গ’ নেমে এসেছে সবচেয়ে বেশি!
প্রথমার্ধে গোলের দেখা না পাওয়ায় বিরতির পর বেশ কয়েকজনকে বদলি হিসেবে নামান দুঙ্গা। তাঁদের মধ্যে ছিলেন রবিনিয়োও। তবে অন্য আরেক বদলি খেলোয়াড় ব্রাজিলের জয়ের নায়ক। ৭২ মিনিটে দানিলোর পাস ধরে দুঙ্গার দলের জয়সূচক গোলদাতা রবার্তো ফিরমিনো। গত বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ৩-১ গোলের জয়ে প্রথম গোলটি বানিয়ে দিয়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডারই। শেষ দিকে চিলির মাতিয়াস ফার্নান্দেজের চমৎকার ফ্রি-কিক গোলরক্ষক জেফারসন দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দিলে জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।
কোচ দুঙ্গার দ্বিতীয় মেয়াদের আট ম্যাচে ব্রাজিল গোল করেছে ১৮টি আর খেয়েছে মাত্র দুটি। বিশ্বকাপের ‘দুঃস্বপ্ন’ পেছনে ফেলে সত্যিই দুর্বার গতিতে এগিয়ে চলেছে ‘সেলেসাও’রা!