শিষ্যদের নিয়ে গর্বিত দুঙ্গা
বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে অপমানজনক হারটির পর টানা আটটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। হতাশা পেছনে ফেলে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশ্বকাপের পর দ্বিতীয় দফায় ব্রাজিলের কোচের দায়িত্ব পাওয়া দুঙ্গা। কিন্তু এ বছরের কোপা আমেরিকায় ব্রাজিলকে যে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে, সেটাও শিষ্যদের স্মরণ করিয়ে দিয়েছেন দেশটির সাবেক এই অধিনায়ক।
সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছিল ব্রাজিল। ঘরের মাটিতে হতাশাজনক এই বিশ্বকাপ মিশনের পর লুইস ফেলিপে স্কলারির জায়গায় নতুন কোচ হিসেবে আনা হয়েছিল দুঙ্গাকে। তার পর থেকে টানা আটটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। সর্বশেষটি রোববার। চিলির বিপক্ষে প্রীতি ম্যাচে সেলেসাওরা জিতেছে ১-০ গোলে।
ব্রাজিলকে আবার জয়ের ধারায় ফেরাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ দুঙ্গা। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘খেলোয়াড়রা যেভাবে সাড়া দিয়েছে, তাতে আমি খুবই খুশি। বিশ্বকাপের পর থেকে তারা যে রকম কঠোর পরিশ্রম করছে আর সব পরিস্থিতি সামলাচ্ছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। ব্রাজিলের জার্সি গায়ে খেলতে নামলে যে কত দায়িত্ব থাকে, সেটা তারা জানে। আর অতীতে যা ঘটে গেছে, সেটা পরিবর্তনের জন্য তারা দৃঢ়প্রতিজ্ঞ। সব মিলিয়ে আমি খুব খুশি।’
তবে সামনে যে আরো কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে, সে ব্যাপারেও শিষ্যদের সতর্ক করে দিয়েছেন দুঙ্গা। তিনি বলেছেন, ‘কোপা আমেরিকা আমাদের জন্য খুবই কঠিন হবে। দক্ষিণ আমেরিকার দলগুলো খুবই শক্তিশালী, কারণ তাদের অনেক খেলোয়াড় এখন ইউরোপে খেলে। ফলে প্রতিযোগিতাটা আরো কঠিন হয়ে গেছে।’ চিলিতে ১৪ জুন থেকে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকা মিশন।