আইসল্যান্ডের ‘নিচু মানসিকতায়’ ক্ষুব্ধ রোনালদো
পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি আগেই নিজের করে নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার জাতীয় দলের জার্সি গায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও ছুঁয়ে ফেলেছেন তিনবারের বর্ষসেরা ফুটবলার। কিন্তু রেকর্ড ছোঁয়ার ম্যাচে শেষটা ভালোভাবে করতে পারেননি এই পর্তুগিজ তারকা। ইউরো কাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। ম্যাচ শেষে প্রতিপক্ষের তীব্র সমালোচনাও করেছেন রোনালদো। চরম রক্ষণাত্মক ফুটবল খেলার মধ্য দিয়ে আইসল্যান্ড ‘নিচু মানসিকতার’ পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন পর্তুগালের অধিনায়ক।
৩১ মিনিটে নানির গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলায় সমতা ফিরিয়েছিল আইসল্যান্ড। ৪৮ মিনিটে সমতাসূচক গোলের পর থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলেছে ইউরো কাপের নবাগত এই দল। বেশ কয়েকবার আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি পর্তুগাল। ম্যাচ শেষে প্রতিপক্ষের তীব্র সমালোচনা করে রোনালদো বলেছেন, ‘তারা গোলপোস্টের সামনে যেন একটা বাস দাঁড় করিয়ে রেখেছিল। কোনো কিছু করার চেষ্টাই করেনি আইসল্যান্ড। শুধু গোল ঠেকিয়েই গেছে, ঠেকিয়েই গেছে। তারা ফুটবল খেলার কোনো চেষ্টাই করেনি। এ জন্যই আমার মনে হয়, তারা এই আসরে বড় কিছু করতে পারবে না। আমার মতে, এটা নিচু মানসিকতা।’
আইসল্যান্ডের রক্ষণভাগের প্রধান খেলোয়াড় কারি আর্নাসনও তীব্র ভাষায় জবাব দিয়েছেন রোনালদোর এই সমালোচনার। তিনি বলেছেন, ‘রোনালদো ম্যাচটা হারতে চাননি। কিন্তু তিনি আমাদের কাছ থেকে কী আশা করেন? আমরা তাঁর বিরুদ্ধে বার্সেলোনার মতো খেলব? তিনি শুধু অযথা ঘুরে বেড়িয়েছেন আর ডাইভ দিয়েছেন। অবশ্যই আমরা আন্ডারডগ। আমরা সেভাবেই খেলেছি। আর শেষ পর্যন্ত যে আমরা ম্যাচটা জিততে পারিনি, সেটা দুর্ভাগ্য।’
আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে রোনালদো অবশ্য সত্যিই জ্বলে উঠতে পারেননি। কয়েকবার গোলের সুযোগ পেলেও বল পাঠাতে পারেননি কাঙ্ক্ষিত লক্ষ্যে। নিষ্প্রভ পারফরম্যান্সের জন্য সামাজিক গণমাধ্যমেও চলছে রোনালদোর সমালোচনা। টুইটারে একজন লিখেছেন, ‘হোটেলে ফিরে রোনালদো হয়তো নিজের সিনেমা দেখে আর উইকিপিডিয়াতে নিজের পরিসংখ্যানে চোখ বুলিয়েই নিজেকে সান্ত্বনা দেবেন।’
এসব সমালোচনার জবাব দেওয়ার জন্য মাঠেই জ্বলে উঠতে হবে রোনালদোকে। ইউরো কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোনালদো পর্তুগালকে খেলতে হবে অস্ট্রিয়ার বিপক্ষে।