বিসিবি একাদশের অধিনায়ক নাসির
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান। আগামী ১৫ এপ্রিল ফতুল্লা স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। যে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন নাসির হোসেন।
প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা হয়নি ওপেনার ইমরুল কায়েস ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। বিশ্বকাপে শৃঙ্খলাভঙ্গের কারণে অস্ট্রেলিয়া থেকে ফেরত আসা পেসার আল-আমিন হোসেনও উপেক্ষিত। তবে বিসিবি একাদশে আছেন তিনজনই।
আছেন জাতীয় দলে নবাগত রনি তালুকদারও। দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও সাব্বির রহমান এবং ইনজুরি কাটিয়ে ফেরা পেসার আবুল হাসানকে নিয়ে দলটা বেশ শক্তিশালী। অ্যাকশন শুধরে বল করার অধিকার ফিরে পাওয়া অফস্পিনার সোহাগ গাজীকেও রাখা হয়েছে বিসিবি একাদশে।
‘অবৈধ’ বোলিং অ্যাকশনের কারণে গত বছরে অক্টোবরে সোহাগকে নিষিদ্ধ করেছিল আইসিসি। অ্যাকশন শুধরে বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে গত ৭ ফেব্রুয়ারি আইসিসির কাছ থেকে বোলিং করার ছাড়পত্র পান তিনি।
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ১৭, ১৯ ও ২২ এপ্রিল। বেলা আড়াইটা থেকে শুরু হতে যাওয়া তিনটি ম্যাচেরই ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম।
বিসিবি একাদশ : নাসির হোসেন (অধিনায়ক), ইমরুল কায়েস, রনি তালুকদার, লিটন কুমার দাস, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, সাব্বির রহমান, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, আবুল হাসান, মুক্তার আলী ও মোহাম্মদ শহীদ।