ইউরোর সেরা খেলোয়াড় গ্রিজম্যান
সর্বোচ্চ গোলদাতার মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ও আন্তইন গ্রিজম্যান। ফ্রান্সের ফরোয়ার্ডকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
ইউরো ২০১৬-এর দুটো ব্যক্তিগত পুরস্কার জিতে নিলেও টুর্নামেন্টে শেষ হাসি হাসতে পারেননি গ্রিজম্যান। ফাইনালে পর্তুগালের কাছে ১-০ গোলে হেরে গেছে তাঁর দল। সেই ম্যাচে তিনিও তেমন ভালো খেলতে পারেননি। তবু ছয় গোল করা গ্রিজম্যানকেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করেছে উয়েফা। সংস্থাটির প্রধান টেকনিক্যাল কর্মকর্তা ইয়োয়ান লুপেস্কু বলেছেন, ‘আন্তইন গ্রিজম্যান প্রতিপক্ষের জন্য প্রতি ম্যাচেই ছিলেন মূর্তিমান আতঙ্ক। তিনি কঠোর পরিশ্রম করেছেন দলের জন্য। তাঁর টেকনিক, ফিনিশিং সব কিছুই ছিল দুর্দান্ত।’
১৩ সদস্যের এক প্যানেল ইউরোর সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে। যে প্যানেলে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন।
সেরা খেলোয়াড়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা একাদশও ঘোষণা করেছে উয়েফা। সেরা একাদশে চ্যাম্পিয়ন পর্তুগালের খেলোয়াড় চারজন—ক্রিস্টিয়ানো রোনালদো, পেপে, রাফায়েল গেরেইরো আর গোলরক্ষক রুই প্যাত্রিসিও। ফ্রান্স থেকে গ্রিজম্যান ছাড়া সুযোগ পেয়েছেন শুধু একজনই, দিমিত্রি পায়েত। সেমিফাইনালে হেরে গেলেও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির টনি ক্রুজ, জোশুয়া কিমিশ আর জেরোম বোয়াটেং আছেন এই দলে। ওয়েলসের রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল সুযোগ পাননি। কিন্তু তাঁর দুই স্বদেশি জো অ্যালেন আর অ্যারন র্যামজিকে রাখা হয়েছে ইউরোর সেরা একাদশে।