শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের অবনমন
কোপা আমেরিকার শিরোপা জিততে পারেনি তো কী হয়েছে, ফিফা র্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনাই। ১৫৮৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপের আছে লিওনেল মেসির দেশ।
অবশ্য র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় স্থানে বেলজিয়াম এবং তৃতীয় স্থানে আছে কলম্বিয়া। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি চতুর্থ স্থানে এবং কোপা আমেরিকার শিরোপাজয়ী চিলি পঞ্চম স্থানে রয়েছে।
র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে ইউরো কাপ চ্যাম্পিয়ন পর্তুগাল। তারা ষষ্ঠ স্থানে উঠে এসেছে। রানার্সআপ ফ্রান্স আছে সপ্তম স্থানে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থান নবম।
দুই ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। লাল-সবুজের দলের বর্তমান র্যাংকিং ১৮৩। মামুনুল-এমিলিদের রেটিং পয়েন্ট ৮৫।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে আফগানিস্তান। তাদের অবস্থান ১৫০তম। এরপর ভারত ১৫২তম। আর বাংলাদেশের পরে আছে নেপাল ১৮৮, ভুটান ১৯২, শ্রীলঙ্কা ১৯৩ ও পাকিস্তান ১৯৪তম স্থানে।