তুরস্কে না যাওয়ায় মেসির রক্ষা
প্রীতি ম্যাচটা হওয়ার কথা ছিল শনিবার, তুরস্কের আনতালিয়া শহরে। কিন্তু শুক্রবার রাত থেকে দেশটিতে শুরু হয় সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানচেষ্টা। প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ানের আহ্বানে রাস্তায় নেমে তাঁর সমর্থকরা যা রুখে দিয়েছেন। লিওনেল মেসিসহ বার্সেলোনার বেশ কয়েকজন বর্তমান ও সাবেক খেলোয়াড়ের ভাগ্য ভালো, এই গণ্ডগোলের মধ্যে তাঁদের তুরস্কে যেতে হয়নি।
বার্সেলোনার সাবেক খেলোয়াড় স্যামুয়েল এতোর দাতব্য সংস্থার ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল ম্যাচটার। রেকর্ড পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি ম্যাচটা খেলার অঙ্গীকার করেছিলেন সাবেক সতীর্থর কাছে।
আর্জেন্টাইন তারকার সঙ্গে এতোর অনুরোধে সাড়া দিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার, লুইস সুয়ারেজ, এডেন হ্যাজার্ড, ফ্রানসেস্কো টট্টি, মাইকেল এসিয়েন, জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়োল, এরিক আবিদাল, জে জে ওকোচা, পিয়েরে এমেরিক ওবামেয়াং, দেম্বা বা, দিদিয়ের দ্রগবা, ডেকো, আর্দা তুরানের মতো সাবেক ও বর্তমান তারকারা।
স্পেনের ইবিজায় ছুটি কাটানো মেসির শনিবার সকালে বিমান ধরার কথা ছিল। কিন্তু তার আগেই তুরস্কে গোলমাল শুরু হওয়ায় বিমান বাতিল করে দিয়েছেন বার্সেলোনা তারকা।
তুরান, পুয়োল, ডেকো, আবিদাল ও বার্সেলোনার ক্রীড়া পরিচালক আলেহান্দ্রো এচেভেরিয়া অবশ্য আগেই চলে গেছেন তুরস্কে। তবে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা নিরাপদে আছেন আর ক্লাবের সঙ্গে যোগাযোগও রাখছেন।