বিপিএলের ট্রফি উন্মোচন, নয়া জাগরণের আশা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল মাঠে গড়াচ্ছে ২৪ জুলাই। সোমবার রাজধানীর এক হোটেলে আসরের লোগো এবং ট্রফি উন্মোচন করা হয়। কিছুটা ভিন্ন আঙ্গিকে, গান, নৃত্য ও ফ্যাশন শোর মাধ্যমে দেশের ফুটবলের সবচেয়ে বড় আসরটির নতুন যাত্রার সূচনা হলো।
অনুষ্ঠানের শুরুটা ছিল লেজার লাইট শোর মাধ্যমে। বাফুফে ও স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের স্বাগত বক্তব্যের পরই শুরু হয় ফ্যাশন শো। এরপর হয় নৃত্যানুষ্ঠান। মডেল নিরব ও মেহজাবিনের সঙ্গে একঝাঁক নৃত্যশিল্পী থিম সংয়ের তালে তালে নাচেন।
অনুষ্ঠানের একেবারেই শেষ মুহূর্তে লোগো এবং ট্রফি উন্মোচন করা হয়। এখানেও কিছুটা ভিন্নতা ছিল। লিগের ১২ দলের ১২ জন খেলোয়াড় এসে এই ট্রফি উন্মোচন করেন। নতুন এই ট্রফি বিদেশ থেকে তৈরি করে আনা।
এবারের আসরটি দেশের ফুটবলে একটা নতুন জোয়ার সৃষ্টি করবে বলে বিশ্বাস স্পন্সর প্রতিষ্ঠান কর্মকর্তাদের। স্পন্সর জজ ভুঁইয়া গ্রুপের প্রধান নিবার্হী কর্মকর্তা একরামুল হক বলেন, ‘বাফুফের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই গর্বিত। ফুটবলের এই পথচলায় আমরা সব সময়ই পাশে থাকব। আমাদের বিশ্বাস এবারের আসরটি দেশের ফুটবলে একটা নতুন জোয়ার সৃষ্টি করবে।’
বিপিএলের স্বত্ব কিনে নেওয়া প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান তরফদার মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘ফুটবলে গতি ফিরিয়ে আনতে আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। এই লিগটি ভিন্ন আঙ্গিকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আশা করছি এর মাধ্যমে দেশের ফুটবলে একটা জাগরণ তৈরি হবে।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিশ্বাস নতুন আঙ্গিকে এবারের লিগ কিছুটা হলেও প্রাণ ফিরে পাবে, ‘আমরা নতুনভাবে চেষ্টা করছি ফুটবলের গৌরব ফিরিয়ে আনতে। আমার বিশ্বাস এবারের আয়োজন দর্শক প্রিয়তা পাবে। ক্লাব ও ফেডারেশন সবাই মিলে চেষ্টা করলে আসরটি সফল হবে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, ‘ফুটবল সবার প্রাণের খেলা। যদিও আমাদের দেশের ফুটবল কিছুটা পিছিয়ে পড়েছে। এখন যে নতুন উদ্যোগগুলো নেওয়া হচ্ছে আশা করছি এর মাধ্যমে ফুটবল হারানো জনপ্রিয়তা ফিরে পাবে।’