আফ্রিকা-শ্রেষ্ঠত্বের পথে দ্রগবার দেশ

আইভরি কোস্টের সর্বকালের সেরা ফুটবলারই শুধু নন, পশ্চিম আফ্রিকার দেশটির একজন ‘আইকন’ও দিদিয়ের দ্রগবা। বিশ্বকাপের পর গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া দ্রগবাকে ছাড়া আইভরি কোস্টের ফুটবল যেন ‘সূর্যবিহীন পৃথিবী’র মতো। চেলসি-তারকার অবসর অবশ্য আইভরিয়ানদের হতোদ্যম করতে পারেনি। গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে ৩-১ গোলে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে উঠে গেছে দ্রগবার দেশ।
আফ্রিকার সেরা টুর্নামেন্টে এটা ইয়াইয়া তুরের ষষ্ঠবার অংশগ্রহণ। ২১ মিনিটে ম্যানচেস্টার সিটির এই অভিজ্ঞ মিডফিল্ডারের জোরালো শট এগিয়ে দেয় আইভরি কোস্টকে। তবে তিন মিনিট পরই ডিফেন্ডার এরিক বার্ট্রান্ড বেইলির ভুলে সমতা চলে আসে খেলায়। বক্সের মধ্যে বেইলির হ্যান্ডবল পেনাল্টি এনে দেয় গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে। তা থেকেই দিউমার্সি এমবোকানির সমতাসূচক গোল।
৪০ মিনিটে একটুর জন্য গোল পায়নি আইভরি কোস্ট। তবে জার্ভিনিয়োর প্রচেষ্টা গোললাইন থেকে ফিরে আসার পর সেই আক্রমণেই আবার এগিয়ে যায় আইভরিয়ানরা। উইলফ্রিড বোনির পাস থেকে গোল করে খানিকক্ষণ আগের হতাশা মুছে ফেলেন রোমার স্ট্রাইকার জার্ভিনিয়ো। ৬৮ মিনিটে আইভরি কোস্টের জয় নিশ্চিত করা গোলটি ডিফেন্ডার উইলফ্রিড কাননের।
এ নিয়ে চতুর্থবারের মতো আফ্রিকান নেশনস কাপের ফাইনালে উঠল আইভরি কোস্ট। তবে ফাইনালে একবারই সাফল্য পেয়েছে তারা—১৯৯২ সালে ঘানাকে টাইব্রেকারে হারিয়ে।