পেনাল্টি মিস করেও আগুয়েরোর হ্যাটট্রিক
চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ ম্যাচে রোমানিয়ার ক্লাব স্টেউয়া বুকুরেস্টির বিপক্ষে শুরুতেই গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন সার্জিও আগুয়েরো। ৮ মিনিটের মাথায় গোল করে ফেলতে পারতেন পেনাল্টি থেকে। কিন্তু সহজ এই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তবে পেনাল্টি থেকে গোল করতে না পারলেও পরে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক করেছেন এই আর্জেন্টাইন তারকা। আগুয়েরোর হ্যাটট্রিকে ভর করে ম্যানচেস্টার সিটিও পেয়েছে ৫-০ গোলের বড় জয়। প্রায় নিশ্চিতই করে ফেলেছে ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ।
চতুর্থ স্থান নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুম শেষ করায় এবার চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ রাউন্ড খেলতে হচ্ছে ম্যানচেস্টার সিটিকে। সেই বাধা পেরোতে অবশ্য খুব বেশি সমস্যা হচ্ছে না পেপ গার্দিওলার শিষ্যদের। প্রথম লেগের ম্যাচে ৫-০ গোলের বড় জয়ের পর চ্যাম্পিয়নস লিগের টিকেট প্রায় পেয়েই গেছে ম্যানসিটি।
বুকুরেস্টির বিপক্ষে শুরুতে আগুয়েরো পেনাল্টি মিস করলেও গোলের দেখা পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ম্যানসিটিকে। ১৩ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছিলেন ডেভিড সিলভা। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা পেয়ে যায় আরেকটি গোল। ৪৯ মিনিটের মাথায় স্কোরশিটে নাম লেখান নিলিতো। আর ৭৮ ও ৮৯ মিনিটে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো।
আগামী ২৪ আগস্ট ম্যানচেস্টার সিটি দ্বিতীয় লেগের ম্যাচটি খেলবে নিজেদের মাঠে। সেখানে ছয় গোলের অকল্পনীয় ব্যবধানে না হারলেই চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ নিশ্চিত হয়ে যাবে ম্যানসিটির।