অলিম্পিক ফুটবলে ব্রাজিলের আরেকটি স্বপ্নভঙ্গ
অলিম্পিক ফুটবলের সঙ্গে ব্রাজিলের যেন চিরবৈরিতার সম্পর্ক। কোনো কিছু করেই কাঙ্ক্ষিত স্বর্ণপদকের দেখা মিলছে না সেলেসাওদের। এবার ঘরের মাটিতে আয়োজিত অলিম্পিকেও এক দফা হতাশ হতে হলো ব্রাজিলকে। মেয়েদের ফুটবলের সেমিফাইনাল থেকেই ছিটকে গেছে স্বাগতিকরা। পেনাল্টি শুটআউটে সুইডেনের কাছে ৪-৩ ব্যবধানে হেরে গেছে ব্রাজিল।
অলিম্পিকের শুরুতে ছেলেদের চেয়ে বেশি নজর কেড়েছিলেন ব্রাজিলের মেয়ে ফুটবলাররা। নেইমারের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠছিলেন নারী ফুটবল দলের অধিনায়ক মার্তা। মেয়েদের দিকে তাকিয়েই প্রথমবারের মতো ফুটবলের স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ব্রাজিলের সমর্থকরা। কিন্তু আরো একবার হতাশা নিয়েই অলিম্পিক থেকে ছিটকে যেতে হলো ব্রাজিলের মেয়েদের। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। ফাইনালে চলে গেছে সুইডেন। স্বর্ণপদক জয়ের অন্তিম লড়াইয়ে সুইডেনকে খেলতে হবে জার্মানির বিপক্ষে। অপর সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট পেয়েছে জার্মানি।
অলিম্পিকে মেয়েদের ফুটবল শুরু হয়েছিল ১৯৯৬ সাল থেকে। তার পর থেকে অলিম্পিকের ছয়টি আসরের পাঁচটিতেই সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল ব্রাজিলের নারী ফুটবল দল। ২০০৪ ও ২০০৮ সালে গিয়েছিল ফাইনাল পর্যন্ত। কিন্তু দুবারই ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে হতাশ হতে হয়েছিল ব্রাজিলকে।
এবারের অলিম্পিকের ফুটবলে অবশ্য এখনো একটা স্বর্ণপদক জয়ের সুযোগ আছে ব্রাজিলের সামনে। মার্তারা না পারলেও নেইমাররা পেয়েও যেতে পারেন স্বর্ণপদকের দেখা। ছেলেদের ফুটবলে সেমিফাইনাল পর্যন্ত চলে গেছে সেলেসাওরা। আজ বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নেইমারদের খেলতে হবে হন্ডুরাসের বিপক্ষে।