মাশরাফিরা পাচ্ছেন আট কোটি টাকা, প্রধানমন্ত্রীই দেবেন দুই
বিশ্বকাপ, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টিতে অসাধারণ সাফল্য পাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে নিজস্ব তহবিল থেকে দুই কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে ক্রিকেটারদের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ব্যবস্থাপক রাভিদ ইমাম এনটিভি অনলাইনকে বলেন, ‘ক্রিকেটারদের মোট আট কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে প্রধানমন্ত্রী তাঁর নিজস্ব তহবিল থেকে তাঁদের দৃই কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বাকি ছয় কোটির মধ্যে বিশ্বকাপের ‘উইনিং বোনাস’ এক কোটি টাকা, আইসিসি থেকে তিন কোটি, বিসিবি থেকে এক কোটি ২৩ লাখ এবং বেক্সিমকো এক কোটি আট লাখ টাকা দেবে।’
এ ছাড়া যেসব ক্রিকেটার আগে গাড়ি পাননি, তাঁদের জন্য গাড়ির ব্যবস্থা করা হবে এবং জাতীয় দলের সব ক্রিকেটারের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে বলেও প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানিয়েছেন। বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য একটা কল্যাণ তহবিল গঠন হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এ সময় খেলোয়াড় ছাড়াও কোচ ও বিসিবির অন্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।
উল্লেখ্য, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে দারুণ সাফল্য দেখায় বাংলাদেশ ক্রিকেট দল। আর চলমান হোম সিরিজের ওয়ানডেতে পাকিস্তানকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছে। জয়ের সেই ধারাবাহিকতা রক্ষা করে টি-টোয়েন্টিতেও পাকিস্তানের বিপক্ষে এই প্রথম জয় পেল মাশরাফি বাহিনী। এর আগে টি-টোয়েন্টির সাতটি ম্যাচের সবকটিতেই হেরেছিল বাংলাদেশ।
আর এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। ছয়টি ম্যাচ খেলে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে শেষ আটে উঠেছিল টাইগাররা।