নেইমারের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা
অলিম্পিক ফুটবলে ব্রাজিলকে প্রথম স্বর্ণ জয়ে নেতৃত্ব দিয়ে আনন্দে কাঁদলেন নেইমার, উৎসবে মেতে উঠলেন সতীর্থদের সঙ্গে। তারপর দিলেন এক চমকপ্রদ ঘোষণা। আর ব্রাজিল দলের অধিনায়কত্ব করবেন না তিনি!
জার্মানির বিপক্ষে ফাইনালে নেইমারই ব্রাজিলের জয়ের নায়ক। মারাকানা স্টেডিয়ামে ২৭ মিনিটে তাঁর দুর্দান্ত ফ্রিকিকে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। ৫৯ মিনিটে ম্যাক্স মেয়ার জার্মানিকে সমতায় ফেরানোর পর নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর গোল হয়নি। তাই টাইব্রেকারের ‘লটারি’র সামনে দাঁড়াতে হয় দুদলকে। টাইব্রেকারে শেষ শট নিয়ে ব্রাজিলকে বহু আরাধ্য স্বর্ণ এনে দেওয়ার কৃতিত্ব নেইমারেরই।
কিন্তু শিরোপা জিতে নেইমার যা বলেছেন, তার জন্য একদমই প্রস্তুত ছিল না ব্রাজিল। একটি টিভি চ্যানেলকে তিনি বলেছেন, ‘আজ নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে অধিনায়কের আর্মব্যান্ড হস্তান্তর করছি। অধিনায়কত্ব অনেক সম্মানজনক ব্যাপার। তবে আজ থেকে আমি আর অধিনায়ক নই।’
২০১৪ বিশ্বকাপে বিপর্যয়ের পর ব্রাজিল দলের কোচের দায়িত্ব নিয়ে নেইমারের হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছিলেন দুঙ্গা। গত জুনে কোপা আমেরিকা শতবার্ষিকীতে ব্রাজিল গ্রুপ পর্বে মুখ থুবড়ে পড়ায় দুঙ্গাকে বিদায় নিতে হয়েছিল। অলিম্পিকের জন্য কোপা আমেরিকায় খেলেননি নেইমার।
ঘরের মাঠে ব্রাজিলকে স্বর্ণ সাফল্যের আনন্দে ভাসিয়ে দিলেও অধিনায়কত্বে আর আগ্রহ নেই নেইমারের। জাতীয় দলের কোচ টিটেকে সে কথা জানিয়েও দিয়েছেন তিনি, ‘আমি টিটেকে জানিয়েছি যে তিনি নতুন অধিনায়ক খোঁজা শুরু করতে পারেন।’
অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পাশাপাশি সমালোচকদের একহাত নিয়েছেন নেইমার। অলিম্পিকের প্রথম দুই ম্যাচে ব্রাজিল গোলশূন্য ড্র করার পর তীব্র সমালোচনা সইতে হয়েছিল তাঁকে। সেই সব সমালোচকের প্রতি বার্সেলোনা তারকার মন্তব্য, ‘এখন নিজেদের কথাই গিলতে হচ্ছে তাঁদের।’