তরুণদের দিকে ঝুঁকছে ব্রাজিল
ব্রাজিলিয়ান ফুটবলে এখন চলছে তারুণ্যের জয়জয়কার। ছোটরাই যেন পথ দেখাচ্ছে বড়দের। গত দুই বছরে ব্রাজিলের মূল দল যেখানে একের পর এক ব্যর্থ হয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার দুটি আসরে, সেখানে রিও অলিম্পিকে প্রথমবারের মতো ব্রাজিলকে স্বর্ণপদক জিতিয়েছেন তরুণ ফুটবলাররা। ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্যও তাই তরুণ ফুটবলারদেরই বেশি প্রাধান্য দিয়েছেন কোচ টিটে। আগামী সেপ্টেম্বরে বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য তারুণ্যনির্ভর দলই গড়েছে সেলেসাওরা। ২৩ সদস্যের এই দলে নতুন মুখ আছে পাঁচটি।
নেইমারের নেতৃত্বে এবারের অলিম্পিকে ব্রাজিল প্রথমবারের মতো জিতেছে স্বর্ণপদক। সে সাফল্যের ছাপ থেকে গেছে বিশ্বকাপ বাছাইপর্বের দলেও। স্বর্ণপদকজয়ী দলের সাতজন খেলোয়াড় জায়গা পেয়েছেন ব্রাজিলের মূল দলে। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে যেতে পারে অলিম্পিকের ফাইনালে পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যাওয়া গোলরক্ষক উইভারটনের। ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাসও জায়গা পেয়েছেন ব্রাজিলের ২৩ সদস্যের দলে। ব্রাজিল দলের আরো তিন নতুন সদস্য টাইসন, রাফায়েল কারিওকা ও ফাগনার।
অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে আছেন দানি আলভেজ, ফেলিপে লুইস ও মার্সেলোনা। ইনজুরির কারণে দলে জায়গা মেলেনি সাবেক অধিনায়ক থিয়াগো সিলভার। দীর্ঘদিন পর ব্রাজিল দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার পাউলিনহো।
অলিম্পিক বাছাইপর্বের ম্যাচে আগামী ১ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচ দিন পর তারা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। পাঁচবারের বিশ্বকাপজয়ীরা এ মুহূর্তে আছে বেশ দুরবস্থার মধ্যে। বাছাইপর্বের ছয়টি ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। শীর্ষ চারটি দল সরাসরি চলে যাবে বিশ্বকাপে। আর পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে প্লে-অফ। ফলে বাছাইপর্বের বাকি ১২টি ম্যাচে বেশ সতর্ক হয়েই খেলতে হবে ব্রাজিলকে।
২৩ সদস্যের ব্রাজিল দল
গোলরক্ষক : আলিসন বেকার, মার্সেলো গ্রোহে, উইভারটন।
ডিফেন্ডার : গিল, মার্কুইনহোস, মিরান্দা, রদ্রিগো সিয়াও, দানি আলভেজ, ফাগনার, ফেলিপে লুইস, মার্সেলো।
মিডফিল্ডার : ক্যাসেমিরো, গুইলিয়ানো, লুকাস লিমা, পাউলিনহো, ফেলিপে কর্টিনহো, রাফায়েল ক্যারিওকা, রেনাতো আগুস্তো, উইলিয়ান।
ফরোয়ার্ড : গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসাস, নেইমার, টাইসন।