কষ্টে জিতে ফাইনালে ওজনিয়াকি
স্টুটগার্ট গ্রাঁ পির ফাইনালে উঠলেও সেজন্য অনেক ঘাম ঝরাতে হয়েছে ক্যারোলিন ওজনিয়াকিকে। সেমিফাইনালে প্রায় তিন ঘণ্টা লড়াই করে ৭-৫, ৫-৭, ৬-২ গেমে রোমানিয়ার সিমোনা হালেপকে হারিয়েছেন তিনি।
ফাইনালে ওজনিয়াকির প্রতিপক্ষ জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার। অন্য সেমিফাইনালে কেরবার সহজেই ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রিঙ্গলকে।
দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে কয়েক বছর আগে মহিলা টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ওজনিয়াকি। উত্থান-পতনের স্রোতে ভাসতে-ভাসতে আপাতত তাঁর অবস্থান পঞ্চম।
স্টুটগার্টের সেমিফাইনালে হারের শঙ্কায় পড়ে গিয়েছিলেন ওজনিয়াকি। শেষ পর্যন্ত ‘ম্যারাথন’ ম্যাচটা জিততে পেরে আনন্দিত এই ডেনিশ তারকা, ‘ম্যাচের শেষ পর্যন্ত ভালো বোধ করেছি। আসলে এ ধরনের লম্বা ম্যাচগুলো আমি খুব ভালোবাসি। খেলা শেষ করতে আমাদের প্রায় তিন ঘণ্টা লেগেছে। এটা সত্যিই বেশ ভালো ম্যারাথন সময়।’