ভুটানে এগিয়ে থেকেও জিততে পারল না শেখ রাসেল
এএফসি কাপে শুরুটা খুব একটা ভালো হলো না বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়া চক্রের। আসরের প্লে-অফের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের ক্লাব এফসি টাটুংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত এই ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যায় তারা। ম্যাচের ৩১ মিনিটে দলটির ক্যামেরুনের মিডফিল্ডার জুলেস ইকাঙ্গা লক্ষ্যভেদ করেন।
এই ব্যবধান বেশ কিছুক্ষণ ধরেও রেখেছিল শেখ রাসেল। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলে তারা। খেলা শেষ হওয়ার নয় মিনিট বাকি থাকতে হুং সি চেনের গোলে কপাল পুড়ে বিপিএলের সাবেক চ্যাম্পিয়নদের। ম্যাচটি ১-১ গোলে সমতা চলে আসে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।
বৃহস্পতিবার স্বাগতিক ভুটানের ক্লাব এফসি টারটনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে শেখ রাসেল। এরআগে টাটুং ও টারটনের মধ্যকার প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।