৪০ দলের বিশ্বকাপ চান ফিফা সভাপতি
এ বছর আকার-আয়তন অনেকটাই বেড়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের। ইউরোপসেরার লড়াইয়ে আগে যেখানে অংশ নিত ১৬টি দল, সেখানে এ বছর থেকে অংশ নিতে শুরু করেছে ২৪টি দল। প্রথমবারের মতো ইউরো কাপে অংশ নিয়ে চমকও দেখিয়েছে আইসল্যান্ড ও ওয়েলসের মতো দলগুলো। প্রতিযোগিতাটাও হয়েছে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ইউরো কাপের এই সাফল্য মাথায় রেখে ফুটবল বিশ্বকাপও আরো বড় আকারে আয়োজনের কথা ভাবছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বর্তমানে ফুটবল বিশ্বকাপে অংশ নেয় ৩২টি দল। ১৯৯৮ সাল থেকে শুরু হয়েছিল ৩২ দলের বিশ্বকাপ। এবার এই সংখ্যাটা আরো বাড়িয়ে নিতে চান ইনফান্তিনো। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আগামীতে ৪০ দলের বিশ্বকাপ আয়োজনের কথা চিন্তা করছে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি সুইজারল্যান্ডের পত্রিকা ব্লিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছেন, ‘৩২ থেকে ৪০ দলের বিশ্বকাপে যাওয়াটা অনেক বড় ব্যাপার। কিন্তু বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন ঘটানোর যে লক্ষ্য ফিফার আছে, সেটা এতে পূরণ হবে।’
প্রথমবারের মতো ২৪ দলের ইউরো কাপ আয়োজনের সাফল্য থেকেই অনেকখানি অনুপ্রাণিত হয়েছেন ইনফান্তিনো। আইসল্যান্ড, ওয়েলসের মতো দলগুলো যেভাবে সাফল্য পেয়েছে, তা অনেক বড় ব্যাপার বলেই মনে করছেন ফিফা সভাপতি, ‘আইসল্যান্ড, ওয়েলস, আলবেনিয়া বা হাঙ্গেরির দিকে দেখেন। তারা যা অর্জন করেছে সেটা দারুণ ব্যাপার। এই দেশগুলোতে যা হচ্ছে, তা নিয়ে আপনাকে গর্ব করতে হবে।’
অলিম্পিক ফুটবল নিয়েও নতুনভাবে চিন্তাভাবনা করা উচিত বলে মনে করেন ইনফান্তিনো। বর্তমানে অলিম্পিকে অংশ নেয় মূলত অনূর্ধ্ব-২৩ দল। প্রতিটি দলে ২৩ বছরের বেশি খেলোয়াড় থাকতে পারেন মাত্র তিনজন। অলিম্পিকের মতো বড় আসরে এ রকম বয়সসীমা থাকা উচিত না বলেই মন্তব্য করেছেন ফিফা সভাপতি, ‘এটা একটা সমস্যা আর স্পর্শকাতর একটা ইস্যু। আমাদের এটা নিয়ে আলোচনা করা উচিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে।’