আজও দারুণ খেলছে বাংলাদেশের মেয়েরা
এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছে বাংলাদেশের মেয়েরা। প্রতি ম্যাচেই নিজেদের ছাড়িয়ে যাচ্ছে তারা। আসরে নিজেদের চতুর্থ ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষেও ভালো খেলছে তারা।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা।
আসরে এর আগে চার ম্যাচেও দারুণ খেলেছিল স্বাগতিকরা। প্রথম ম্যাচে ইরানকে ৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ গোলে ও চতুর্থ ম্যাচে কিরগিজস্তানকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল তারা।
এই ম্যাচ জিতলে মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের মেয়েদের।
চায়নিজ তাইপেও এই আসরে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছে। তারা কিরগিজস্তানকে ৭-১, আরব আমিরাতকে ৫-০ ও সিঙ্গাপুরকে ৯-০ গোলে হারিয়েছে।
৫ সেপ্টেম্বর আসরের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।