খুলনা টেস্ট
বাংলাদেশের ওপর রানের বোঝা
এর আগেও দুবার দ্বিশতকের খুব কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু ১৯৬ আর ১৯৭ রানে আউট হয়ে ফিরতে হয়েছিল। তবে খুলনায় আক্ষেপে পুড়তে হয়নি মোহাম্মদ হাফিজকে। এই অলরাউন্ডারের প্রথম দ্বিশতকের সঙ্গে অন্য ব্যাটসম্যানদের দৃঢ়তায় প্রথম টেস্টে বড় লিড নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে অতিথিদের সংগ্রহ ৫৩৭ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩২ রান পেরিয়ে পাকিস্তান এগিয়ে আছে ২০৫ রানে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১ উইকেটে ২২৭ রান নিয়ে দিন শুরু করা অতিথিদের ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন হাফিজ ও আজহার আলী। দ্বিতীয় দিন শেষে ৬৫ রানে অপরাজিত আজহার সেঞ্চুরির স্বপ্নও দেখছিলেন।
তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। দিনের চতুর্দশ ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন শুভাগত হোম, দুর্দান্ত অফব্রেকে আজহারকে বোল্ড করে। চারটি চার ও একটি ছক্কায় ৮৩ রান করা পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক দ্বিতীয় উইকেটে ২২৭ রানের জুটি গড়েছেন হাফিজের সঙ্গে।
আজহারের বিদায়ের পর ইউনিস খানের সঙ্গে ৬২ রানের আরেকটি ভালো জুটি গড়েন হাফিজ। ৩৩ রান করা ইউনিসকে বোল্ড করে এই জুটি ভেঙে দেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
১৩৭ রান নিয়ে দিন শুরু করা হাফিজ অবশ্য তাতে হতোদ্যম হয়ে পড়েননি। বাংলাদেশের জন্য স্বস্তির কথা, দ্বিশতকের পর বেশি দূর এগোতে পারেননি এই অলরাউন্ডার। শুভাগতর বল সুইপ করতে গিয়ে লেগস্লিপে মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত হওয়া হাফিজ করেছেন ২২৪ রান। ৩৩২ বলের দুর্দান্ত ইনিংসটি গড়ে উঠেছে ২৩টি চার ও তিনটি ছক্কায়।
তবে অধিনায়ক মিসবাহ-উল-হক, আসাদ শফিক আর সরফরাজ আহমেদের তিনটি ফিফটিতে পাঁচ শ ছাড়িয়ে গেছে পাকিস্তান। মিসবাহ ৫৯ রান করে তাইজুলের বলে রুবেল হোসেনকে ক্যাচ দিলেও অন্য দুজন এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে। দিন শেষে শফিক-সরফরাজ দুজনই ৫১ রানে অপরাজিত। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি গড়েছেন দুজনে।
বাংলাদেশের জন্য উদ্বেগের কথা, আঙুলের চোট তৃতীয় দিনে মাঠেই নামতে দেয়নি অধিনায়ক মুশফিকুর রহিমকে। বুধবার দ্বিতীয় দিনে চা-বিরতির কিছুক্ষণ আগে অভিষিক্ত মোহাম্মদ শহীদের বলে আজহারের ক্যাচ শুধু ফেলেই দেননি, আঙুলে ব্যথাও পান তিনি। কিছুক্ষণ পর মাঠের বাইরেও চলে যান মুশফিক। তাঁর জায়গায় উইকেটরক্ষণের দায়িত্ব পালন করছেন ইমরুল কায়েস।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৩২(তামিম ২৫, ইমরুল ৫১, মুমিনুল ৮০, মাহমুদউল্লাহ ৪৯, সাকিব ২৫, মুশফিক ৩২ সৌম্য ৩৩, শুভাগত ১২*, তাইজুল ১, শহীদ ১০, রুবেল ২; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬, হাফিজ ২/৪৭, বাবর ২/৯৯)
পাকিস্তান প্রথম ইনিংস : ৫৩৭/৫ (হাফিজ ২২৪, আসলাম ২০, আজহার ৮৩, ইউনিস ৩৩, মিসবাহ ৫৯, শফিক ৫১*, সরফরাজ ৫১*; তাইজুল ৩/১১৬, শুভাগত ২/১১২)।