পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ অষ্টম
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর অনেক পুরস্কারই পেয়েছে বাংলাদেশ। এবার পেল আরেকটি দুর্দান্ত ‘পুরস্কার’। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান এখন অষ্টম। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এই র্যাংকিং।
বাংলাদেশের রেটিং এখন ৮৮। ৮৭ রেটিং নিয়ে পাকিস্তানের অবস্থান নবম। ওয়েস্ট ইন্ডিজের রেটিংও ৮৮, তবে পয়েন্ট বেশি থাকায় ক্যারিবীয়রা আছে সপ্তম স্থানে।
র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থানে আছে ভারত, বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
র্যাংকিং দল রেটিং
১ অস্ট্রেলিয়া ১২৯
২ ভারত ১১৭
৩ নিউজিল্যান্ড ১১৬
৪ দক্ষিণ আফ্রিকা ১১২
৫ শ্রীলঙ্কা ১০৬
৬ ইংল্যান্ড ৯৪
৭ ওয়েস্ট ইন্ডিজ ৮৮
৮ বাংলাদেশ ৮৮
৯ পাকিস্তান ৮৭
১০ আয়ারল্যান্ড ৫০
১১ জিম্বাবুয়ে ৪৫
১২ আফগানিস্তান ৪১