ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি, এগিয়েছে ব্রাজিল
কিছুদিন আগেও ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৩। কিন্তু এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ ম্যাচে দুর্বল ভুটানের সঙ্গে গোলশূন্য ড্র করে র্যাংকিংয়ে লাল-সুবজের দলের অবনতি হয়েছে দুই ধাপ।
বৃহস্পতিবার ঘোষিত ফিফার নতুন র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৮৫। আর পয়েন্ট ৭৫।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের আগে রয়েছে ভারত ১৪৮, আফগানিস্তান ১৪৯ ও মালদ্বীপ ১৬৫তম স্থানে।
আর বাংলাদেশের পরে রয়েছে নেপাল ১৮৬, ভুটান ১৮৯, শ্রীলঙ্কা ১৯৩ ও পাকিস্তান ১৯৪তম স্থানে।
র্যাংকিংয়ে অবশ্য শীর্ষে আছে আর্জেন্টিনা। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট ১৬৪৬। দ্বিতীয় স্থানে বেলজিয়াম, জার্মানি তৃতীয় এবং যৌথভাবে চতুর্থ স্থানে কলম্বিয়া ও ব্রাজিল। পাঁচ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি। আর রোনালদোর পর্তুগাল সপ্তম ও ফ্রান্স আছে অষ্টম স্থানে।
তিন ধাপ এগিয়ে উরুগুয়ে নবম স্থানে। দশম স্থানে আছে ওয়েলস।
র্যাংকিংয়ে সেরা দশের বাইরে চলে গেছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। একাদশ স্থানে নেমে গেছে দলটি।