নেইমার জাদুতে বলিভিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল
দিন দিন যেন আরো তুখোড় হয়ে উঠছেন নেইমার। মাত্র ২৪ বছর বয়সেই ফুটবলবিশ্বের অন্যতম সেরা ও সফল দুই দল বার্সেলানা ও ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণ জেতানোর পর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও নেইমার দেখাচ্ছেন দুর্দান্ত নৈপুণ্য। শুক্রবার বলিভিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্রাজিল জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে।
গত ম্যাচে নেইমারকে ছাড়া খেলতে নেমে প্যারাগুয়ের বিপক্ষে ড্র করেছিল ব্রাজিল। তারপর টানা তিনটি ম্যাচেই জয় পেয়েছে সেলেসাওরা। নেইমার গোল করেছেন তিনটিতেই।
বলিভিয়ার বিপক্ষে নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও নেইমার করিয়েছেন দুটি গোল। ১১ মিনিটের মাথায় নিজেই খুলেছিলেন দলের গোলের খাতা। ২৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে কতিনিয়ো। ৩৯ ও ৪৪ মিনিটে আরো দুটি গোল আসে ফেলিপে লুইস ও গ্যাব্রিয়েল জেসাসের পা থেকে। দুটি গোলেই তাঁদের দিকে বল বাড়িয়েছিলেন নেইমার। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যাওয়ায় জয় নিশ্চিতই হয়ে গিয়েছিল ব্রাজিলের। ৬৯ মিনিটের মাথায় মাঠ ছাড়ার আগে প্রতিপক্ষের রক্ষণভাগকে ভালোই ভুগিয়েছেন নেইমার। ৭৫ মিনিটে ব্রাজিলের পক্ষে পঞ্চম ও শেষ গোলটি করেছেন রবার্তো ফির্মিনো।
টানা তিনটি জয় দিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। ৯ ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ১৮ পয়েন্ট। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উরুগুয়ে। শুক্রবার তারা ৩-০ গোলে জিতেছে ভেনেজুয়েলার বিপক্ষে।