তামিমের ভুল দেখছেন না মাশরাফি
দ্বিতীয় ওয়ানডে পরবর্তী করমর্দনের সময় ইংল্যান্ড ক্রিকেটার জনি বেয়ারস্টোর সঙ্গে ধাক্কা লাগে তামিম ইকবালের। পেছনে থাকা বেন স্টোকস এগিয়ে এসে উল্টো ধাক্কা মারেন তামিমকে। সাকিব আল হাসান এগিয়ে এসে শান্ত করার ঘটনাটি বেশি দূর গড়ায়নি। অবশ্য এর জন্য শাস্তি দেওয়া হয়নি কাউকেই।
এই ঘটনায় তামিমের কোনো ভুল দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভিডিওতে বিষয়টি দেখেছেন বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'ওই ঘটনার সময় তামিমের সামনে্ই ছিলাম আমি। তা ছাড়া ভিডিওতেও আমি তা দেখেছি। কিন্তু তামিমের কোনো ভুল আমার চোখে পড়েনি। অবশ্য এর জন্য অন্য কাউকে দোষ দিতে চাই না আমি।'
এই ঘটনা ভুলে এখন ক্রিকেটে মনোযোগী হতে চান বাংলাদেশ অধিনায়ক, 'আসলে এর জন্য কাউকে দোষ না দিয়ে আমরা ক্রিকেটে মনোযোগী হতে চাই। বিষয়টি নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই, স্বাভাবিকই আছি।'
অবশ্য সে ম্যাচে এর আগে জস বাটলার আউটের পর বাংলাদেশের খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠেন। তা পছন্দ হয়নি ইংল্যান্ড অধিনায়কের। এর জন্য তাঁর বাক্য বিনিময়ও হয় বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে। ম্যাচ শেষেও এই উত্তেজনার রেশ থাকে। তামিমকে বেন স্টোকসের দেওয়া ধাক্কাই তাঁর বড় প্রমাণ।