ইংলিশ ক্রিকেটে নতুন ভূমিকায় স্ট্রাউস

বিশ্বকাপে ইংল্যান্ড বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও পায়নি সফলতা। টেস্ট সিরিজ ড্র করেছে ১-১ ব্যবধানে। যার খেসারত দিয়ে ইংল্যান্ডের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে পিটার মুরসকে। এখন নতুন কোচের সন্ধানে আছে ইংলিশ ক্রিকেট। আর নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। বসেছেন ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে।
খেলোয়াড়ি জীবনে দারুণ সফল ছিলেন স্ট্রাউস। তাঁর নেতৃত্বে দুই দুবার অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। এবার টলমলে ক্রিকেট অঙ্গনের হাল ধরার ভারটাও সাবেক এই অধিনায়কের হাতে তুলে দিয়েছেন ইংলিশ ক্রিকেটের কর্তাব্যক্তিরা। ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে বসে ইংল্যান্ড দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে স্ট্রাউসকে। একই সাথে সামলাতে হবে ব্যবস্থাপনা ও কোচিং সংক্রান্ত বিষয়গুলো।
অন্যদিকে এই নিয়ে তৃতীয়বারের মতো ইংল্যান্ডের কোচের পদ থেকে অপসারিত হলেন মুরস। প্রথমবার ২০০৯ সালে ইংল্যান্ডের তৎকালীন অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোয় বহিষ্কার করা হয়েছিল তাঁকে। দ্বিতীয় দফায় ২০১৪ সালের অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর হারিয়েছিলেন চাকরি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে যে চরম হতাশ হয়েছেন সে কথা গোপন করেননি মুরস। বলেছেন, ‘ইংল্যান্ডের কোচ হিসেবে আমার সময়টা যেভাবে শেষ হলো তাতে যে আমি কী পরিমাণ হতাশ, সে কথা ভাষায় প্রকাশ করার মতো অবস্থা আমার এই মুহূর্তে নেই।’