এবার ভারত-জয়ের লক্ষ্য সাকিবের
পাকিস্তানকে ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ করার পর একমাত্র টি-টোয়েন্টিতেও সহজেই হারিয়েছে বাংলাদেশ। আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে ভারত। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিশ্বাস, পাকিস্তান-জয়ের অনুপ্রেরণা নিয়ে মাশরাফির দল ওয়ানডে সিরিজে ‘টিম ইন্ডিয়া’কেও হারিয়ে দিতে পারবে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলতে সোমবার ভারতের মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন সাকিব। তার আগে রোববার রাতে বনানীতে নিজের রেস্তোরাঁ সাকিব’স ডাইনে সাংবাদিকদের তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে যেভাবে খেলেছি, ভারতের বিপক্ষে সেভাবে খেলতে পারলে আমাদের পক্ষে ওয়ানডে সিরিজ জেতা সম্ভব। এই সিরিজেও ভালো করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৭ জুন ঢাকায় আসছে ভারত। ১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট। ১৮, ২১ ও ২৪ জুন দিবা-রাত্রির তিনটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
আইপিএলের লিগ পর্বে আর দুটো ম্যাচ বাকি আছে কলকাতা নাইট রাইডার্সের, ১৪ মে মুম্বাই ইন্ডিয়ান্স আর ১৬ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলকাতা। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের সংগ্রহ ১৬ পয়েন্ট।